৯ জুন, ২০২৩ ২০:৩৩

অনলাইন বুলিং রোধে খসড়া গাইডলাইন তৈরি করেছে চীন

অনলাইন ডেস্ক

অনলাইন বুলিং রোধে খসড়া গাইডলাইন তৈরি করেছে চীন

অনলাইনে অপব্যবহারের বিচার করতে খসড়া গাইডলাইন তৈরি করেছে চীন। খসড়াকৃত গাইডলাইনের ওপর এখন জনমত যাচাই চলছে।

বিশ্বের সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারী দেশটিতে অনলাইনে নারী ও শিশুদের টার্গেট করায় এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

খবরে বলা হয়েছে, চীনের জননিরাপত্তা বিভাগ এবং সুপ্রিম পিপলস কোর্ট যৌথভাবে এই নির্দেশনা তৈরি করেছে। 

খসড়া গাইডলাইন অনুসারে, অনলাইনে গুজব ছড়ানো, কাউকে তিরষ্কার করা, হয়রানির উদ্দেশ্যে কারও ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হলে এই আইনের আওতায় বিচার করা হবে। 

খসড়া আইন নিয়ে চীনের সাধারণ জনগনের মতামত দেওয়ার তারিখ আগামী ২৫ জুন পর্যন্ত।  খসড়া আইনে উল্লেখ আছে,  সাইবার বুলিংয়ের শিকার ব্যক্তিদের পুলিশকে দ্রুত সহযোগিতা করতে হবে। 

সম্প্রতি চীনের উহানে একজন স্কুলছাত্র তার শিক্ষকের গাড়ি চাপায় নিহত হন। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাকে দোষারোপ করা হয়। অপমানিত বোধ করে ওই নারী ঘটনার ১০ দিন পর উঁচু একটি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। চীনের গণমাধ্যমে ওই নারীর আত্মহত্যার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনাকে দায়ী করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর