রাশিয়ার পাইলটবিহীন বিমান বা ড্রোন গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ রোমানিয়ার সশস্ত্র বাহিনী।
রোমানিয়ার ডেপুটি চিফ অব জেনারেল স্টাফ-জেনারেল গিওরঘিটা ভ্লাড এ হুমকি দিয়েছেন।
তিনি সুইডেনের এসভিটি নিউজ চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেন সীমান্তের কাছে অতিরিক্ত সৈন্য মোতায়েন করবে বুখারেস্ট।
জেনারেল ভ্লাড বলেন, আমরা আমাদের প্রতিরক্ষা লাইন শক্তিশালী করার লক্ষ্যে ইউক্রেন সীমান্তে প্রায় ৬০০ সেনা মোতায়েন করব। ইউক্রেন ও রোমানিয়া সীমান্ত দিয়ে দানিউব নদী বয়ে গেছে।
এই জেনারেল আরো জানান, সীমান্ত এলাকায় অতিরিক্ত রাডার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এছাড়া আগে থেকে মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তিনি তার ভাষায় বলেন, সম্ভাব্য ‘রুশ আগ্রাসন’ মোকাবিলা করার উপায় নিয়ে অন্যান্য ন্যাটোভুক্ত দেশের সঙ্গে রোমানিয়া আলোচনা করেছে।
রোমানিয়া কি সত্যি সত্যি রাশিয়ার ড্রোনের বিরুদ্ধে নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে-এমন প্রশ্নের উত্তরে জেনারেল ভ্লাড বলেন, রোমানিয়ার ভূমি আগ্রাসনের হাত থেকে রক্ষা করতে আমরা সব ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছি। তবে ঠিক কী ব্যবস্থা নেয়া হবে হুমকির ধরন দেখে তা ঠিক করব।
বিডি-প্রতিদিন/বাজিত