ইসরায়েলি নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি এবং আরব-আমেরিকান ভ্রমণকারীদের নিন্দা এবং উদ্বেগ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইসরায়েলিদের ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ দিচ্ছে।
বুধবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সুরক্ষা বিভাগ বলেছে, ইসরায়েলকে ভিসা ছাড় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর থেকে এই কর্মসূচির আওতায় ইসরায়েলি নাগরিকরা ভিসা ছাড়াই যুক্তরাষ্ট্রের ভ্রমণ করতে পারবেন।আন্তর্জাতিক পরাশক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও ইসেরায়েলের সুসম্পর্ক দীর্ঘদিনের।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমান ও আরব বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রতি বিরূপ আচরণের অভিযোগ রয়েছে।পারমাণবিক শক্তিচর্চা ও অস্ত্র মজুদ এবং মানবতা বিরোধী হত্যাযজ্ঞসহ অনেক অভিযোগে কিছুদিন পরপরই সমালোচিত হতে হয় দেশটিকে। এরপরেও ইসরায়েল নাগরিকদের জন্য এই সুযোগ দিতে যাচ্ছে বাইডেন প্রশাসন।
বিডিপ্রতিদিন/কবিরুল