পাকিস্তানে একটি বাড়িতে রকেট লঞ্চার বিস্ফোরণে পাঁচ শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছে। বুধবার সিন্ধু রাজ্যের কানদকোট জেলায় এই ঘটনা ঘটে।
কানদকোটের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) রোহাইল খোসো বলেন, নদী বিধৌত অঞ্চল কুটচার ঘোড়া ঘাটে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, একটি কৃষি জমিতে শিশুরা রকেট লঞ্চারটি খুঁজে পায়। তারা সেটি বাড়িতে নিয়ে যায়। কোনো সময় সেটি বিস্ফোরিত হয়।দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের হাসপাতালে নিয়ে যায় উদ্ধারকর্মীরা। এই ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল