৩০ অক্টোবর, ২০২৩ ০৬:৫৩

রাশিয়ার বিমানবন্দরে হামলে পড়ল ইসরায়েল বিরোধী জনতা

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিমানবন্দরে হামলে পড়ল ইসরায়েল বিরোধী জনতা

রাশিয়ার দাগেস্তান বিমানবন্দরে হামলে পড়ল ইসরায়েল বিরোধী বিক্ষুব্ধ জনতা। এসময় তাদের ইহুদিবাদ বিরোধী স্লোগানও দিতে দেখা যায়। 

এই ঘটনার পরই রাশিয়ার কাছে নিজেদের নাগরিক ও সব ইহুদিদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্লোগান দিতে দিতে উত্তেজিত জনতা বিমানবন্দরের ভেতরে ঢুকে পড়ছে। তারা তেলআবিব থেকে আসা যাত্রীদের খুঁজছে।

অনেকেই নিরাপত্তা বলয় ভেঙে বিমানবন্দরের রানওয়েতেও ঢুকে পড়ে এবং চারপাশ থেকে বিমানটিকে ঘিরে ধরে।

রাশিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে তারা সক্ষম হয়েছে। সাময়িকভাবে ৬ নভেম্বর পর্যন্ত বিমানবন্দরটিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা গেছে, শত শত লোক বিমানবন্দরের টার্মিনালে ঢুকে পড়ছে। তাদের হাতে রয়েছে ফিলিস্তিনের পতাকা।

এই ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

 

সূত্র: বিবিসি


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর