ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শাতায়েহ বৃহস্পতিবার বলেছেন, হামাসকে নির্মূল করার ইসরায়েলের লক্ষ্য ‘বাস্তবায়িত হবে না’। এর কারণ হিসেবে তিনি বলেন, গোষ্ঠীটি একটি সামরিক সংগঠনের পরিবর্তে কেবল ‘একটি ধারণা’।
প্যারিসে এক ত্রাণ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শাতায়েহ এই মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল ‘সব ফিলিস্তিনিদের বিরুদ্ধে’ যুদ্ধ ঘোষণা করেছে। তিনি আরও বলেন, ইসরায়েল আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে এবং যুদ্ধাপরাধ করছে।
ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলিরা যুদ্ধবিরতি চায় না কারণ তারা প্রতিশোধের মেজাজে রয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েলের ওপর গুরুতর চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন। সবশেষে তিনি বলেন, তিনি ফিলিস্তিনিদের জন্য ‘সাধারণ নির্বাচন’ দেখতে চান।গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে রকেট হামলার পর পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে একপর্যায়ে গাজায় স্থল হামলার ঘোষণা দেয় ইসরায়েল।
ইসরায়েল বলছে, তারা হামাসকে নির্মূল করবে। হামাসের সঙ্গে তিন ধাপে যুদ্ধ চালাবে ইসরায়েলি বাহিনী।
বিডিপ্রতিদিন/কবিরুল
ইসরাযেল বলছে, তারা হামাসকে নির্মূল করবে। হামাসের সঙ্গে তিন ধাপে যুদ্ধ চালাবে ইসরায়েলি বাহিনী।