ইসরায়েল সরকারের হুমকির মুখে পড়েছে দেশটির বৃহৎ ও আন্তর্জাতিকভাবে পরিচিত সংবাদমাধ্যম হারেৎজ।
গাজায় সামরিক হামলার সমালোচনামূলক সংবাদ প্রচারের অভিযোগে ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শলোমো কারহি শাস্তির দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার মাইক্রো ব্লগিং প্লাটফর্মে এক্সে (সাবেক টুইটার) পোস্ট করা বার্তায় এ কথা বলেন মন্ত্রী।
কারহি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘নাশকতা’ চালাচ্ছে, এমন অভিযোগ তুলে পত্রিকাটির শাস্তির দাবি জানিয়েছেন কারহি। এছাড়া পত্রিকাটি শত্রুদের পক্ষে উৎসাহমূলক কথা লিখেছে বলেও জানান তিনি।
লিকুদ পার্টির ওই মন্ত্রী বলেন, সরকারি সংস্থা থেকে হারেৎজে বিজ্ঞাপন নিষিদ্ধ করতে হবে। বিজ্ঞাপনের অর্থ যেন তারা না পায় সে ব্যবস্থা নিতে হবে। পত্রিকাটির সব ধরনের সরকারি সাবস্ক্রিপশন উঠিয়ে নেওয়ার কথাও বলেন তিনি।
তবে নিজেদের অবস্থানে অটল রয়েছেন হারেৎজের প্রকাশক। তার মতে, সরকার যদি পত্রিকাটি বন্ধ করতে চায়, তাহলে এখনই এটি পড়ার সময়।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে এক হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়। এরপর সর্বাত্মক হামলায় গাজায় ১৪ হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১০ হাজারের বেশি নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি। সূত্র: আল জাজিরা, হারেৎজ
বিডি প্রতিদিন/আজাদ