ট্রাম্পের রক্তমাখা মুখাবয়বের ছবিতে সেন্সরশিপ আরোপ করার ঘটনায় এবার ক্ষমা চেয়েছে ফেসবুকে মূল প্রতিষ্ঠান মেটা।
মেটার জনসংযোগ কর্মকর্তা ডানি লিভার জানিয়েছেন, মেটার পক্ষপাতহীন ফ্যাক্ট-চেকার সিস্টেম রক্তাক্ত ট্রাম্পের একই ধরনের একটি ছবি পরীক্ষা করে দেখে বুঝতে পারে সেটি নকল। আর তাতেই ঘটে বিপত্তি। ফেসবুক এই ভুলের জন্য দুঃখপ্রকাশ করছে।
মেটা জানিয়েছে, মূলত ট্রাম্পের গুলি লাগার একটি ছবিতে সিক্রেট সার্ভিস এজেন্টকে হাসতে দেখা গিয়েছিল। সেই ছবিটি ছিল নকল। ওই ছবি সরাতে গিয়েই আসল ছবিতে সেন্সরশিপ দিয়ে দেয় ফেসবুকের অ্যালগরিদম।
উল্লেখ্য, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনার পর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে তার রক্তাক্ত ছবি ও ভিডিও। কিন্তু ফেসবুক সেই ছবিটিতে সেন্সরশিপ দিয়ে দেয়। যারা এমন ছবি শেয়ার করেছেন তাদের অনেকেই দেয় অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সতর্কবার্তা।
বিডি প্রতিদিন/নাজমুল