ইউক্রেনের ১,০০০ এরও বেশি সৈন্য রাশিয়ার কুরস্ক অঞ্চলে ৩০ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছে। এটা চলমান যুদ্ধে অন্যতম বড় ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অভিযানটি রাশিয়াকে হতবাক করেছে এবং রাশিয়া এখন ইউক্রেনীয়দের অগ্রগতি থামানোর জন্য সৈন্য মোতায়েন করছে।
সুমি ওবলাস্ট থেকে ইউক্রেনীয় মেকানাইজড বাহিনী ও গ্রাউন্ড ট্রুপস এই আক্রমণ শুরু করে।কিয়েভ এই অভিযানে আর্টিলারি ও ড্রোন হামলার পাশাপাশি মেকানাইজড ট্রুপসের মুভমেন্ট করেছে। ইনস্টিটিউট ফর স্টাডি অব ওয়ার (ISW) উন্মুক্ত সোর্স ভিডিও ও ছবির মাধ্যমে ইউক্রেনীয় সৈন্যদের অবস্থান নির্ধারণ করেছে, কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অগ্রগতি চিহ্নিত করেছে।
রাশিয়া এখন দ্রুততার সাথে সৈন্য মোতায়েন করছে যাতে ইউক্রেনীয়দের আরও অগ্রগতি থামানো যায়। যদিও ইউক্রেনের এই অভিযানের উদ্দেশ্য এখনও অস্পষ্ট। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে এটি রাশিয়ার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল