ইরানের সেনাবাহিনী "ইকতেদার ১৪০৩" বিমান প্রতিরক্ষা মহড়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে। দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করার প্রচেষ্টা হিসেবে এই মহড়া শুরু করেছে ইরান।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 'মাজিদ' বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মঙ্গলবার বিভিন্ন ধরণের পাইলটবিহীন বিমান ভূপাতিত করে মহড়ার নতুন পর্যায়ে নেতৃত্ব দিয়েছে।
ব্যাপক মহড়ার এই পর্যায়ে শত্রু লক্ষ্যবস্তু সনাক্তকরণ, ট্র্যাক করা, বাধা দেওয়া এবং গুলি করে ভূপাতিত করার কৌশল অনুশীলন করা হবে।
মহড়ায় অংশগ্রহণকারী বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো দেশীয় রাডার সিস্টেমের পাশাপাশি মহড়ার সাধারণ এলাকায় একটি নজরদারি নেটওয়ার্ক ব্যবহার করবে, যা ইরানের দক্ষিণ-পশ্চিম এবং কেন্দ্রীয় সেক্টরগুলিকে অন্তর্ভুক্ত করবে।
কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলি স্বদেশি অত্যাধুনিক সক্রিয় এবং প্যাসিভ রাডার সিস্টেম ব্যবহার করবে এবং যুদ্ধক্ষেত্রে শত্রু লক্ষ্যবস্তু ট্র্যাক করার জন্য সিগন্যাল এবং ইলেক্ট্রো-অপটিক্যাল পর্যবেক্ষণ ব্যবহার করবে।
বাধা দেওয়ার পরে স্মার্ট কমান্ড-এন্ড-কন্ট্রোল সিস্টেম হুমকি নিষ্ক্রিয় করার জন্য উপযুক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বরাদ্দ করবে।
বিডি প্রতিদিন/নাজমুল