গাজা উপত্যকায় পোলিও টিকাদানের জন্য ৩ দিনের মানবিক বিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৃহস্পতিবার এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তি করেছে। মিডিল ইস্টের খবরে বিষয়টি জানানো হয়। ডব্লিউএইচওর মধ্যপ্রাচ্যের প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, ‘১ সেপ্টেম্বর খেকে গাজায় ৩দিনের মানবিক বিরতি থাকবে। ১০ মাস বয়সি শিশুর টাইপ ২ পোলিওভাইরাসে পক্ষাঘাতগ্রস্ত হওয়ার ঘটনায় জাতিসংঘ তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় উপত্যকা ১০ বছরের কম বয়সি প্রায় ৬৪০,০০০ শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।’
স্যানিটেশনের খারাপ অবস্থা এবং আশ্রয়কেন্দ্রে ভিড়ের কারণে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপ-মহাপরিচালক মাইকেল রায়ান বলেন, ‘পোলিও ভাইরাসটির বিস্তার রোধ করার জন্য কমপক্ষে ৯০ শতাংশ শিশুর টিকার আওতায় আনা জরুরি। গাজায় NoPV2 ভ্যাকসিনের ১.২৬ মিলিয়ন ডোজ বিতরণ করা হবে।’
গাজা উপত্যকায় পোলিও টিকা বিতরণের জন্য অস্থায়ী মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েল গাজায় পোলিও ভ্যাকসিন বিতরণের জন্য অস্থায়ী মানবিক বিরতিতে সম্মত হয়েছে। কেননা হামাস-ইসরাইল সংঘাতের ফলে গাজা জুড়ে রোগ ও অসুস্থতার বিস্তার ঘটেছে।