ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশটির প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জাতির সেবায় নিবেদনের প্রশংসা করে বলেছেন, শহীদ এই নেতা নিজেকে সাধারণ জনগণের কাতারেই ভাবতেন। কখনো কখনো তিনি নিজেকে সাধারণ জনতার চেয়েও নিচের ভাবতেন। গতকাল ইরানের রাজধানী তেহরানে ইমাম খোমেনি হোসেইনিয়েতে রাইসির শাহাদাতের প্রথম বার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি এ মন্তব্য করেন।
খামেনি বলেন, রাইসি নিজেকে জনগণের চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন না। ইরানের সর্বোচ্চ নেতা তার দাপ্তরিক দায়িত্ব পালনের প্রতি রাইসির দৃষ্টিভঙ্গির প্রশংসা করে এবং তিনি যাদের সেবা করেছেন তাদের সমান হওয়ার প্রতি তার বিশ্বাসের ওপর জোর দেন। ২০২৪ সালের ১৯ মে উত্তর-পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে হেলিকপ্টার দুর্ঘটনায় রাইসি প্রাণ হারান। -প্রেস টিভি
এ দুর্ঘটনায় ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানসহ আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার প্রাণহানি ঘটে। একটি বাঁধ উদ্বোধন অনুষ্ঠান থেকে ফেরার পথে রাইসিকে বহনকারী বেল ২১২ হেলিকপ্টারটি উড্ডয়নের প্রায় ৩০ মিনিটের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘন কুয়াশার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে জানায় তেহরান। পরের দিন ধ্বংসাবশেষটি পাওয়া যায় এবং যান্ত্রিক ত্রুটি বা ভুলের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আয়াতুল্লাহ খামেনির মতে, রাইসি একজন নম্র হৃদয়ের মানুষ ছিলেন। তার বক্তৃতা ছিল সহজ-সরল। ছিলেন কর্মনিষ্ঠ। অনুষ্ঠানে ইরানের ত্রয়ী নির্বাহী, বিচার বিভাগীয় এবং আইনসভা শাখার প্রধান, শহীদদের পরিবার এবং জনসাধারণের অন্যান্য সদস্যসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর সন্তানরা। যিনি গত বছর বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন।