ভারতের উত্তরপ্রদেশে বিয়ে করতে যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় বরসহ একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে প্রদেশটির সম্বল জেলায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে এনডিটিভি, আনন্দবাজার। তারা জানায়, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে জেওয়ানি গ্রামে জনতা ইন্টার কলেজের কাছে বরযাত্রীবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানা দেয়ালে ধাক্কা খায় ও পরে উল্টে যায়। নিয়ন্ত্রণ হারানোর আগে বোলেরো এসইউভিটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানা গেছে, তার মধ্যেই একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। গাড়িটির ভিতর মোট ১০ আরোহী ছিল। ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নেওয়ায় দুর্ঘটনা হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের মধ্যে ২৪ বছর বয়সি বর সুরুজ ছাড়াও তার ভাবি আশা (২৬), ভাতিজি ঐশ্বরিয়া (২), ভাই মনোজের ছেলে বিষ্ণুর (৬) পরিচয় জানা গেছে।
বাকিরা একই পরিবারের সদস্য হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকেই পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। হাসপাতালে মারা যান আরও তিনজন। আহত দুজনের অবস্থাও গুরুতর। বরযাত্রীবাহী গাড়িটি সম্বলের হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের গ্রাম পাশের বুদন জেলার সিরতৌলে যাচ্ছিল। ‘এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জনতা ইন্টার কলেজের দেয়ালে ধাক্কা খায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও মেডিকেল টিমগুলো তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে নামে। জেওয়ানি কমিউনিটি হাসপাতালে পাঁচজনকে মৃত অবস্থায় আনা হয়,’ বলেছেন দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) অনুকৃতি শর্মা। পথচারীদের তোলা ভিডিওতে দুর্ঘটনার পর চূর্ণবিচূর্ণ হওয়া গাড়িতে রক্তের দাগ, ভাঙা কাচ দেখা গেছে। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।