আফগানিস্তানে বন্দি থাকা আমেরিকানদের নিয়ে কাবুলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন কর্মকর্তারা। কাবুলের তালেবান প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জিম্মিবিষয়ক বিশেষ দূত ও যুক্তরাষ্ট্রের আফগানিস্তান বিষয়ক সাবেক বিশেষ দূত জালমে খলিলজাদ গতকাল তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উভয় পক্ষই দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বর্তমান ও ভবিষ্যৎ বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রাখার ওপর জোর দিয়েছে, বিশেষ করে একে অপরের দেশে বন্দি নাগরিকদের বিষয়ে।’ রয়টার্স জানিয়েছে, এ বৈঠকের বিষয়ে ওয়াশিংটনের দিক থেকে তাৎক্ষণিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। এ বিষয়ে মন্তব্য চেয়ে খলিলজাদকে ফোন করা হলেও তিনি তাৎক্ষণিভাবে কোনো জবাব দেননি।
ওয়াশিংটনের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া আফগান মাহমুদ হাবিবি সবচেয়ে উচ্চপদস্থ মার্কিন বন্দি। কিন্তু তালেবান তাকে আটকে রাখার কথা অস্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী ২০ বছর ধরে আফগানিস্তান নিয়ন্ত্রণে রাখার পর ২০২১ সালে তাদের হটিয়ে তালেবান দেশটির ক্ষমতা দখল করে। তার পর থেকে কয়েক বছর পার হলেও ওয়াশিংটন আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি।