রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪ এবং এর গভীরতা ছিল ৩৯ দশমিক ৫ কিলোমিটার (২৪.৫ মাইল)। ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করেছে, এতে সুনামির সম্ভাব্য হুমকি রয়েছে।
তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, গতকাল আঘাত হানা এই ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ১, এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে।
এর আগে, চলতি বছরের জুলাই মাসে একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামি সতর্কতা জারি করতে বাধ্য করেছিল। -এএফপি
ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।