তুরস্কে বিরোধীদের বিরুদ্ধে ধরপাকড় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় দেশটির দক্ষিণাঞ্চলের তিনটি প্রধান শহরের মেয়রদের গতকাল গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। গত মার্চ মাসে ইস্তাম্বুলের মেয়রকে কারাদণ্ড দেওয়ার পর থেকে বিরোধী দমনপীড়নের সর্বশেষ সংযোজন এটি। আনাদোলু এজেন্সি ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদিয়ামানের মেয়র আবদুর রহমান তুতদেরে ও আদানা শহরের মেয়র জেইদান কারালারকে গতকাল ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। দুজনই প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) সিনিয়র নেতা এবং ২০২৪ সালের স্থানীয় নির্বাচনে জয়ী হন। এ ছাড়া, আনতালিয়া শহরের সিএইচপি মেয়র মুহিত্তিন বোচেককেও ঘুষ ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে আনতালিয়া প্রধান পাবলিক প্রসিকিউটরের দপ্তর। তুতদেরে গ্রেপ্তার হন আঙ্কারায় নিজ বাসা থেকে এবং পরে সোশ্যাল মিডিয়া ‘এক্স’-এ পোস্ট দিয়ে জানান, তাকে ইস্তাম্বুলে নিয়ে যাওয়া হচ্ছে। কারালারকে গ্রেপ্তার করা হয় ইস্তাম্বুলে। এই দুই মেয়রকে ইস্তাম্বুল প্রধান পাবলিক প্রসিকিউটরের দপ্তরের একটি বড় তদন্তে অন্তর্ভুক্ত করে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তারা সংঘবদ্ধ অপরাধ, ঘুষ এবং দরপত্র কারচুপির সঙ্গে জড়িত। প্রসিকিউটররা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত অভিযোগ প্রকাশ করেননি। প্রসঙ্গত, ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু-যিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দীর্ঘ শাসনের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ হিসেবে পরিচিত-চার মাস আগে দুর্নীতির অভিযোগে কারাবন্দি হন। -আনাদোলু এজেন্সি
এরপর দেশজুড়ে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়, যা গত এক দশকে তুরস্কে সবচেয়ে বড় গণ আন্দোলন হিসেবে বিবেচিত। এই সপ্তাহেই ইজমিরের সাবেক মেয়র টুনস সইয়ার এবং ১৩৭ জন পৌর কর্মকর্তাকে দরপত্র কারচুপি ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সইয়ারসহ ৫৯ জনকে বিচার চলাকালীন কারাগারে পাঠানো হয়েছে।