টেক্সাস স্টেটের কার কাউন্টিতে গুয়াডালুপ নদীতে আকস্মিক বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা প্রায় ২০ শিশুসহ আরও অনেকে নিখোঁজ রয়েছে। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক সংবাদ সম্মেলনে জানান, মাত্র ৪৫ মিনিটের মধ্যে গুয়াডালুপে নদীর পানি ২৬ ফুট (৭.৯ মিটার) বেড়ে ‘বিধ্বংসী বন্যা’ দেখা দেয়। বন্যাকবলিত এলাকায় ব্যাপক অনুসন্ধান চলছে, যাতে ১৪টি হেলিকপ্টার, ১২টি ড্রোন, ৯টি উদ্ধারকারী দল এবং ভূখে থাকা ৫০০ কর্মী অংশ নিচ্ছেন। তবে প্রবল বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। উদ্ধারকাজে নিয়োজিত টেক্সাস ন্যাশনাল গার্ডের অধিকর্তা মেজর জেনারেল থমাস এম শুয়েলজার শুক্রবার রাতে গণমাধ্যমকে জানান, পানিবন্দি ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ১৬৭ জনকে উদ্ধার করা হয় হেলিকপ্টারে। গত চার দশকের মধ্যে এ এলাকায় এমন ভয়ংকর বন্যা এটাই প্রথম। বেশ কয়েক সপ্তাহ যাবৎ টানা বর্ষণে জমে থাকা পানির ঢল হঠাৎ জনপদে নামতে শুরু করায় জলোচ্ছ্বাসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে জাতীয় আবহাওয়া দপ্তর উল্লেখ করেছে।
এ দপ্তর আরও জানায়, এমন প্রাণঘাতী বন্যার পূর্বাভাস দেওয়ার মতো কোনো কারিগরি প্রযুক্তি এ এলাকায় নেই।