খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রি ওয়াইফাই সংযোগ না পেয়ে পুলিশ ফাঁড়িতে এনে ব্রডব্যান্ড ক্যাবল ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেনকে মারধর করার অভিযোগে মেরুং ফাঁড়ির ইনচার্জ মোঃ নাজমুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মেরুং ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আব্দুল হই এর ছেলে ব্রডব্যান্ড ক্যাবল ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেনকে ডেকে নিয়ে যায় ফাঁড়ির পুলিশ। পরে সেখানে ফ্রিতে ওয়াইফাই সংযোগ চান উপপরিদর্শক নাজমুল হাসান। ফ্রিতে ওয়াইফাই সংযোগ দিতে অপারগতা জানান ওই ব্যাবসায়ী। পরে রুমে নিয়ে হাত-পায়ে বেধড়ক মারধর করা হয়। এতে ব্যবসায়ী ইসমাইল আহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে।
পরে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওসি মোঃ জাকারিয়া জানান, মেরুং পুলিশ ফাঁড়িতে এক ব্যাবসায়ীর সাথে পুলিশের উপ-পরিদর্শক মোঃ নাজমুল হাসানের সাথে অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। আহত ব্যাসায়ির চিকিৎসা সেবার সকল ব্যায় ভার আমরা বহন করছি। ঘটনাটি নিয়ে পুলিশ সুপারকে প্রতিবেদন দাখিল করার পর উপ পুলিশ পরিদর্শক নাজমুল হাসানকে প্রত্যাহার করে নেওয়া হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ।
বিডি প্রতিদিন/এএ