১৮ জুলাই, ২০২১ ১৪:৪৭

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

অনলাইন ডেস্ক

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় যাচ্ছেন হজযাত্রীরা

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে আজ রবিবার থেকে। আজ ফজরের নামাজের পর হজযাত্রীরা ইহরাম বেঁধেছেন। সে অবস্থায় তালবিয়া পাঠ করতে করতে ইসলামের পবিত্র স্থান মিনার তাঁবুতে গিয়ে অবস্থান করবেন। সেখানে আজ তারা ইবাদত বন্দেগি করবেন।

আগামীকাল সোমবার ভোর থেকে ঐতিহাসিক আরাফাতের ময়দানে গিয়ে সমবেত হবেন। এ দিনটিকে বলা হয় আরাফাত দিবস। মুসলিমরা এদিনকে মূল হজ বলে থাকেন। এই আরাফাতের ময়দানে দাঁড়িয়ে মহানবী হযরত মুহাম্মদ (স.) তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন।

গত বছরের মতো এবারও সীমিত পরিসরে পালিত হচ্ছে হজ। এবার শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানে বসবাস করেন এমন মুসলিমদের হজ করার অনুমতি দেয়া হয়েছে। এবার হজ করছেন ১৫০টি দেশের ৬০ হাজার মুসল্লি। করোনাভাইরাস প্রতিরোধে ২ ডোজ টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই হজের সুযোগ পেয়েছেন এবার। 

সৌদি গেজেট জানিয়েছে, মুসল্লিদের নির্বিঘ্নে হজ পালন নিশ্চিত করতে সৌদি কর্তৃপক্ষ সব রকম ব্যবস্থা করেছে। হজযাত্রীদের সহায়তায় ২৫ হাজার কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ করা হয়েছে। 

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর