১৬ মে, ২০২১ ১৫:০৫

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মোহন ভাগবতের

দীপক দেবনাথ, কলকাতা

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মোহন ভাগবতের

করোনা সংক্রমণ বৃদ্ধি নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ’ (আরএসএস) প্রধান মোহন ভাগবত। নাগপুরে ভার্চুয়াল মাধ্যমে গতকাল শনিবার দলের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তার দাবি সরকার, প্রশাসন, দেশবাসীর উদাসীনতার কারণেই এই ফল। 

তিনি বলেন ‘করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ের পর দেশের এক শ্রেণির মানুষ, সরকার, প্রশাসন সবাই অবহেলা করেছে। চিকিৎসকরা এই ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু তা শোনা হয়নি। এমনকি এখনও শোনা হচ্ছে না। করোনার তৃতীয় ঢেউ আসার আশঙ্কা রয়েছে তবে আমাদের ভয় পেলে চলবে না। পাথরের মতো শক্ত হতে হবে, আমাদের ইতিবাচক হতে হবে এবং করোনার থেকে বাঁচতে যা যা করার তা করতে হবে।’

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর