ভারতের শতাব্দী প্রাচীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ১১ কোটি ৯০ লাখ রুপি। তার স্বামী রবার্ট ভদরার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ৬৫.৫ কোটি রুপি।
আসন্ন লোকসভা উপনির্বাচনে কেরালার 'ওয়েনাড' আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন প্রিয়াঙ্কা। বুধবার ওই কেন্দ্রের জন্য নিজের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্রের সাথে ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তার ব্যক্তিগত সম্পত্তির তথ্য সামনে এসেছে। তাতে দেখা গেছে প্রিয়াঙ্কার অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪ কোটি ২৪ লাখ ৭৮ হাজার ৬৮৯ রুপি এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ৭ কোটি ৭৪ লাখ রুপি।
অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে তিনটি ব্যাংক এ গচ্ছিত অর্থ, মিউচুয়াল ফান্ড, প্রাইভেট প্রভিডেন্ট ফান্ডে কিছু বিনিয়োগ, স্বামী রবার্ট ভদরার দেওয়া একটি হন্ডা সিআরভি গাড়ি, স্বর্ণ ও রৌপ্য'র গহনা।
অন্যদিকে স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে সুলতানপুর গ্রামে কৃষি জমি এবং দিল্লিতে অবস্থিত একটি ফার্ম হাউস যার সম্মিলিত মূল্য ২.১০ কোটি রুপি। উভয় সম্পত্তিই ভাই রাহুল গান্ধীর সাথে যৌথভাবে রয়েছে প্রিয়াঙ্কার। এছাড়াও হিমাচল প্রদেশের সিমলায় রয়েছে একটি বাসভবন-যার মূল্য ৫ কোটি ৬৩ লাখ ৯৯ লাখ রুপি।
অন্যদিকে স্বামী রবার্ট ভদরার মোট সম্পত্তির পরিমাণ ৬৫ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৭.৯ কোটি রুপি এবং স্থাবর সম্পত্তির পরিমাণ ২৭.৬৪ কোটি রুপি।
ব্যক্তিগত আয়ের উৎস হিসেবে 'ওয়েনাড'এর কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা জানিয়েছেন বাসা ভাড়া, ব্যাংক বিভিন্ন সঞ্চয় থেকে প্রাপ্ত সুদ। অন্যদিকে রবার্ট ভদরার আয়ের উৎস হিসেবে ব্যবসা, বাসা ভাড়া, ব্যাঙ্ক এবং অন্য সঞ্চয় থেকে প্রাপ্ত সুদের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
বাজারে প্রিয়াঙ্কা গান্ধীর দেনা রয়েছে ১৫ লাখ ৭৫ হাজার রুপি, অন্যদিকে স্বামী রবার্টের দেনা রয়েছে ১০ কোটি রুপি।
২০২৩-২০২৪ অর্থবছরে প্রিয়াঙ্কার আয়ের পরিমাণ ৪৬ লাখ ৩৯ হাজার রুপি। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তার হাতে নগদ অর্থের পরিমাণ ৫২ হাজার রুপি।
হলফনামায় প্রিয়াঙ্কা যে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছেন তাদের দেখা গেছে দিল্লির জেসাস এন্ড মেরি কলেজ থেকে সাইকোলজিতে বিএ পাস করেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের সানদারল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে দূর শিক্ষার (Distance Learning) মাধ্যমে বৌদ্ধ সম্পর্কিত বিষয় নিয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন প্রিয়াঙ্কা।
তার বিরুদ্ধে তিনটি ফৌজিদারী মামলা রয়েছে। ২০১৯ সালে প্রথম মামলাটি হয় উত্তর প্রদেশের রায়বেরেলিতে। ২০২০ সালে দ্বিতীয়টি মামলাটি করা হয়েছিল উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধনগর পুলিশ থানায়, ২০২৩ সালে তৃতীয়টি মামলাটি দায়ের করে মধ্যপ্রদেশের ইনডোর পুলিশ।
বুধবার দুপুরে ওয়েনাড'এর জেলাশাসক কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী ভদরা। এসময় তার সাথে ছিলেন মা ও কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী, ভাই ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের সাধারণ সম্পাদক বেনু গোপাল সহ দলের কয়েকজন শীর্ষ নেতা-নেত্রী।
আগামী ১৩ নভেম্বর এই কেন্দ্রে উপনির্বাচন। ভোট গণনা আগামী ২৩ নভেম্বর।
বিডি প্রতিদিন/আশিক