বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক বলেছেন, সরকারি দলের বাইরে যারা আছে তাদের পক্ষে মাঠে-ময়দানে সভা-সমাবেশ করা অনেকটাই কঠিন। কর্মসূচি পালন করতে দৌড়াদৌড়ি করার পরও বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রশাসন অনুমতি দিতে চায় না। এটা মানুষের বাকস্বাধীনতা হরণের শামিল। একটি স্বাধীন দেশের জন্য এমনটা কাম্য নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিসের সাংগঠনিক অবস্থা সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, দলের ধারাবাহিক কর্মসূচির আলোকে কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে চলছে। ৯ জানুয়ারি কেন্দ্রীয় শুরায় কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ২০২১-২২ সেশনের কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নতুন সেশনের কমিটি পুনর্গঠনের কাজ চলছে। নির্বাচন প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান নির্বাচনব্যবস্থায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। মিডিয়ার মাধ্যমে জাতির সামনে স্পষ্ট হয়েছে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। ইসলামী দলগুলো প্রসঙ্গে তিনি বলেন, বিভক্তি তো শুধু ইসলামী দলে নেই, সব জায়গায় বিভক্তি দেখা যায়। মতের ভিন্নতার কারণে বিভক্তি হলেও সবার টার্গেট একটাই- ইসলাম প্রতিষ্ঠা করা। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশ ভালো চলছে না। সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দুর্নীতি বহাল তবিয়তে চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, দেশে উন্নয়ন হচ্ছে এটা সফলতা। তবে ঘুষ, দুর্নীতি, খুন, ধর্ষণ বেড়েই চলেছে। তা কোনোভাবে বন্ধ হচ্ছে না। এগুলো নির্মূল না করতে পারলে সফলতা ব্যর্থতায় পরিণত হবে। মাহফিল প্রসঙ্গে বলেন, অনুমতি নিয়ে প্রশাসনের অতি উৎসাহীরা টালবাহানা করে অনেক জায়গায় কোরআনের তাফসির মাহফিল করতে দিচ্ছে না। ৯২ ভাগ মুসলমানের দেশে মাহফিল বন্ধের পাঁয়তারা তৌহিদি জনতা বরদাশত করবে না। প্রশাসনের উচিত কোরআনের মাহফিলগুলো সুন্দরভাবে করার সুযোগ দেওয়া।
শিরোনাম
- করাচি-চট্টগ্রাম সরাসরি শিপিং চালু করল পাকিস্তান ও বাংলাদেশ
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স