বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক বলেছেন, সরকারি দলের বাইরে যারা আছে তাদের পক্ষে মাঠে-ময়দানে সভা-সমাবেশ করা অনেকটাই কঠিন। কর্মসূচি পালন করতে দৌড়াদৌড়ি করার পরও বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রশাসন অনুমতি দিতে চায় না। এটা মানুষের বাকস্বাধীনতা হরণের শামিল। একটি স্বাধীন দেশের জন্য এমনটা কাম্য নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিসের সাংগঠনিক অবস্থা সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, দলের ধারাবাহিক কর্মসূচির আলোকে কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে চলছে। ৯ জানুয়ারি কেন্দ্রীয় শুরায় কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ২০২১-২২ সেশনের কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নতুন সেশনের কমিটি পুনর্গঠনের কাজ চলছে। নির্বাচন প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান নির্বাচনব্যবস্থায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। মিডিয়ার মাধ্যমে জাতির সামনে স্পষ্ট হয়েছে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। ইসলামী দলগুলো প্রসঙ্গে তিনি বলেন, বিভক্তি তো শুধু ইসলামী দলে নেই, সব জায়গায় বিভক্তি দেখা যায়। মতের ভিন্নতার কারণে বিভক্তি হলেও সবার টার্গেট একটাই- ইসলাম প্রতিষ্ঠা করা। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশ ভালো চলছে না। সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দুর্নীতি বহাল তবিয়তে চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, দেশে উন্নয়ন হচ্ছে এটা সফলতা। তবে ঘুষ, দুর্নীতি, খুন, ধর্ষণ বেড়েই চলেছে। তা কোনোভাবে বন্ধ হচ্ছে না। এগুলো নির্মূল না করতে পারলে সফলতা ব্যর্থতায় পরিণত হবে। মাহফিল প্রসঙ্গে বলেন, অনুমতি নিয়ে প্রশাসনের অতি উৎসাহীরা টালবাহানা করে অনেক জায়গায় কোরআনের তাফসির মাহফিল করতে দিচ্ছে না। ৯২ ভাগ মুসলমানের দেশে মাহফিল বন্ধের পাঁয়তারা তৌহিদি জনতা বরদাশত করবে না। প্রশাসনের উচিত কোরআনের মাহফিলগুলো সুন্দরভাবে করার সুযোগ দেওয়া।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা