বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও ঢাকা মহানগরী হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক বলেছেন, সরকারি দলের বাইরে যারা আছে তাদের পক্ষে মাঠে-ময়দানে সভা-সমাবেশ করা অনেকটাই কঠিন। কর্মসূচি পালন করতে দৌড়াদৌড়ি করার পরও বিভিন্ন অজুহাত দেখিয়ে প্রশাসন অনুমতি দিতে চায় না। এটা মানুষের বাকস্বাধীনতা হরণের শামিল। একটি স্বাধীন দেশের জন্য এমনটা কাম্য নয়। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। খেলাফত মজলিসের সাংগঠনিক অবস্থা সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, দলের ধারাবাহিক কর্মসূচির আলোকে কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে চলছে। ৯ জানুয়ারি কেন্দ্রীয় শুরায় কেন্দ্রীয় কমিটি গঠনের মধ্য দিয়ে ২০২১-২২ সেশনের কার্যক্রম শুরু হয়েছে। সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ে নতুন সেশনের কমিটি পুনর্গঠনের কাজ চলছে। নির্বাচন প্রসঙ্গে আল্লামা মামুনুল হক বলেন, বর্তমান নির্বাচনব্যবস্থায় মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা অসম্ভব। মিডিয়ার মাধ্যমে জাতির সামনে স্পষ্ট হয়েছে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এ নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। ইসলামী দলগুলো প্রসঙ্গে তিনি বলেন, বিভক্তি তো শুধু ইসলামী দলে নেই, সব জায়গায় বিভক্তি দেখা যায়। মতের ভিন্নতার কারণে বিভক্তি হলেও সবার টার্গেট একটাই- ইসলাম প্রতিষ্ঠা করা। দেশের সামগ্রিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশ ভালো চলছে না। সন্ত্রাস, খুন, চাঁদাবাজি ও দুর্নীতি বহাল তবিয়তে চলছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েই চলেছে। সরকারের সফলতা ও ব্যর্থতা সম্পর্কে আল্লামা মামুনুল হক বলেন, দেশে উন্নয়ন হচ্ছে এটা সফলতা। তবে ঘুষ, দুর্নীতি, খুন, ধর্ষণ বেড়েই চলেছে। তা কোনোভাবে বন্ধ হচ্ছে না। এগুলো নির্মূল না করতে পারলে সফলতা ব্যর্থতায় পরিণত হবে। মাহফিল প্রসঙ্গে বলেন, অনুমতি নিয়ে প্রশাসনের অতি উৎসাহীরা টালবাহানা করে অনেক জায়গায় কোরআনের তাফসির মাহফিল করতে দিচ্ছে না। ৯২ ভাগ মুসলমানের দেশে মাহফিল বন্ধের পাঁয়তারা তৌহিদি জনতা বরদাশত করবে না। প্রশাসনের উচিত কোরআনের মাহফিলগুলো সুন্দরভাবে করার সুযোগ দেওয়া।
শিরোনাম
- স্বৈরাচার পতনে যাতে ১৬ বছর অপেক্ষা করতে না হয় সেই কাজ করছি : প্রধান উপদেষ্টা
- আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না : ফারুকী
- ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা শিখিয়েছে জুলাই : প্রেস সচিব
- ম্যানসিটিকে কাঁদিয়ে শেষ আটে আল হিলাল
- শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু
- ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ দিবস’ হিসেবে পালিত হবে ১৮ জুলাই
- মাতৃত্বকালীন কার্ডিওমায়োপ্যাথি
- সত্যিই কি পাকিস্তানে একযোগে হামলা চালাতে চায় ভারত-ইসরায়েল?
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১ জুলাই)
- বিটিভির পর্দায় মাসজুড়ে ‘৩৬ জুলাই’
- বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড লেনদেনে শীর্ষে থাকা ভারত এখন ৬ষ্ঠ
- বস্ত্র ও পোশাক খাতের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় চায় বিজিএমইএ
- সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে : রিজভী
- পুলিশের অস্ত্র অপরাধীদের হাতে
- জুনে বেড়েছে ধর্ষণ-গণপিটুনিতে হত্যা
- ভ্রমণ নিষেধাজ্ঞায় ‘নিস্তেজ’ পর্যটন
- সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
- ইলিশের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো যাবে না : মৎস্য উপদেষ্টা
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি স্বয়ংক্রিয় সফটওয়্যারে শুরু জুলাইয়ে
- ‘ভারতের অন্যায় আবদারের কাছে আমরা মাথানত করবো না’