সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

অন্য রকম এক স্কুলের গল্প

রাহাত খান, বরিশাল

অন্য রকম এক স্কুলের গল্প

প্রথম দর্শনে যে কারোর পার্ক বা দর্শনীয় স্থান মনে হতে পারে। আসলে এটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। পুরো বিদ্যালয় ভবন, ক্লাসরুম, বারান্দা, অফিস কক্ষ এমনকি ভবনের সিলিং এমনভাবে রংতুলির আঁচড়ে সাজানো হয়েছে যা দেখে মুগ্ধ সবাই। স্কুলে রয়েছে বঙ্গবন্ধু কর্নার, পরিষ্কার-পরিষ্কার খেলা কক্ষ, শেখ রাসেল, ফুলের বাগান, বিলবোর্ডে মনীষীদের বাণীসহ অনেক কিছু। সবুজে ঘেরা এ স্কুলটির নাম মধ্য মলুহার সরকারি প্রাথমিক বিদ্যালয়।

১৯৪৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটির কার্যক্রম হতো একটি টিনশেড ভবনে। ২০১৬ সালে একটি দ্বিতল ভবনের উদ্বোধন হয় স্কুলের। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৭৫ জন শিক্ষার্থী রয়েছে এ স্কুলে। ৫ জন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষকের পদ শূন্য। উদ্বোধনের পরের বছরের মধ্যে পুরো স্কুল ভবন, ক্লাসরুম, অফিস কক্ষ, ক্লাসের সিলিং এবং বারান্দাও শিশুবান্ধব, শিক্ষাবান্ধব, সুসজ্জিত, নয়নাভিরাম এবং আকর্ষণীয় করে তোলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মৎ নাসিমা খানম। এ জন্য সরকারি কিছু অনুদান পেলেও বাকি টাকার জোগান আসে স্থানীয় বিভিন্ন দানশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিদের সহায়তায়। নাসিমা খানম বলেন,  প্রাক-প্রাথমিকের ‘শিশু কানন’ কক্ষ সাজানো হয়েছে ককশিট দিয়ে। খুদে শিক্ষার্থীদের পুরো বই ফুটিয়ে তোলা হয়েছে কক্ষের চার দেয়ালে। সিলিংয়েও ককশিট নিয়ে নানা নকশা করা। শিশুদের জন্য স্লিপার, ঘোড়াসহ নানা খেলনা রয়েছে। এ ছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রতিটি কক্ষের দেয়ালে পাঠ্যবই সংশ্লিষ্ট ছবি রংতুলির নিপুণ আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে। এসব কক্ষের সিলিংও রংতুলি দিয়ে নানা নকশায় সাজানো। অফিস কক্ষের সিলিংয়ে নকশা এবং দেয়ালে তুলে ধরা হয়েছে মনীষীদের বাণী। মাল্টিমিডিয়ার ক্লাসরুমের সিলিংয়েও ককশিটের নকশা। আছে আকর্ষণীয় ‘বঙ্গবন্ধু কর্নার’। সেখানে মুক্তিযুদ্ধের এবং বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল্লা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের ছবি, জাতীয় চার নেতা, বীরশ্রেষ্ঠ, মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকালীন ছবির সংগ্রহ রয়েছে ‘বঙ্গবন্ধু কর্নারে’। এই কক্ষের সিলিং সাজানো জাতীয় পতাকার আদলে। রয়েছে ‘পরিষ্কার-পরিষ্কার খেলা’ কক্ষ। প্রাচীন থেকে বর্তমান সময় পর্যন্ত সব খেলার ছবি প্রিন্ট করে সাঁটানো আছে এই কক্ষের দেয়ালে। শিশুদের জন্য নানা খেলার উপকরণ রয়েছে সেখানে। স্কুলের প্রতিটি কক্ষে রয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ছবি।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর