বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

বিএনপি বিরোধী দল হলে মূল্যায়ন অন্যভাবে হতো

মুজিবুল হক চুন্নু

বিএনপি বিরোধী দল হলে মূল্যায়ন অন্যভাবে হতো

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছেন, গত নির্বাচনে বিএনপি অনেক দল নিয়ে জোট করেছিল। আমরাও আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি। বিএনপি নির্বাচনে আরও বেশি আসন পেয়ে বিরোধী দলে গেলে আমাদের (জাতীয় পার্টির) মূল্যায়নটা অন্যভাবে হতো। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। মুজিবুল হক চুন্নু আরও বলেন, জোটগতভাবে নির্বাচন হওয়ার পর পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা বিরোধী দলে থাকব। সরকারে যাব না। নির্বাচনের পর আমরা মহাজোটে নেই। স্বকীয়তা নিয়ে বিরোধী দলে আছি। সরকারের মন্ত্রিত্বে থাকার প্রশ্নই নেই। তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা এককভাবে ৩০০ আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছি। আগামীতে আবারও আওয়ামী লীগের সঙ্গে জোট হবে কি না এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। এই উপমহাদেশে জোট করেই নির্বাচন হয়। যেমন পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, নেপালেও জোটের রাজনীতি চালু রয়েছে। এক প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, এদেশের মানুষ বিএনপি চায় না। নানান কারণে আওয়ামী লীগেরও জনপ্রিয়তা নেই। আগামীতে মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায় বলে মনে করি। তিনি বলেন, জাতীয় পার্টির এমপিরা এলাকার সব উন্নয়ন কাজে আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই করেন। কিন্তু যেখানে আমাদের এমপি নেই সেখানে বেশির ভাগ ক্ষেত্রেই জাতীয় পার্টির নেতা-কর্মীরা উন্নয়ন কাজে সহযোগিতা করেন না। তাদের সঙ্গে দূরত্ব রয়েছে।

এই দূরত্ব আওয়ামী লীগেও রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে স্বকীয়তা নিয়ে সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করছি। যেসব কাজ জনস্বার্থে হচ্ছে না আমরা সংসদে তা তুলে ধরছি। সরকারের নানান দুর্নীতিও তুলে ধরছি। এটা আমাদের দায়িত্ব। দিনের পর দিন সংসদ বর্জন করব অথচ জনগণের টাকায় বেতন নেব, গাড়ি নেব, ফ্ল্যাট নেব আর সংসদ বর্জন করব এই রাজনীতি জাতীয় পার্টি করে না। একসঙ্গে ভোট করেছি। দলগতভাবে আমাদের সুসম্পর্ক রয়েছে। চাওয়া-পাওয়া প্রসঙ্গে বলেন, দলগতভাবে আওয়ামী লীগের কাছে আমাদের চাওয়া-পাওয়ার কিছু নেই। আমাদের চাওয়া জনগণের জন্য। আমরা চাই দুর্নীতি বন্ধ হোক, রাজনীতিবিদ, আমলাদের দুর্নীতি বের করা হোক। কানাডায় যারা বেগমপাড়া করেছেন তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হোক। ব্যবসার নামে জনগণের টাকা ব্যাংক থেকে লোন নিয়ে যারা ফেরত দিচ্ছেন না তাদের যেন বিচার হয়। দলের স্বার্থে সরকারের কাছে কিছুই চাওয়া নেই। চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে ভালো অবস্থা ফিরে আসুক, মানের উন্নয়ন হোক। বেকার সমস্যা দূর হোক। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়া উচিত। অনেক উন্নয়ন হচ্ছে সঙ্গে দুর্নীতিও হচ্ছে তা বন্ধ করতে হবে। উন্নয়ন কাজে সরকার আমাদের না রাখলে আপত্তি নেই। তবে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।  

সর্বশেষ খবর