সোমবার, ৩১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ভয়-ডর পেছনে ফেলে বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত

-------- বিশ্বাস জাহাঙ্গীর আলম

ভয়-ডর পেছনে ফেলে বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত

নড়াইলে বিএনপি এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। জেলায় তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই উপজেলা ও পৌর কমিটিগুলোও গঠন করা হবে। এরপর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। ভয়-ডর পেছনে ফেলে বিএনপির নেতা-কর্মীরা এখন অনেক বেশি উজ্জীবিত। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বিএনপি অল্প সময়ের ঘোষণায় সভা-সমাবেশ করে, সেখানে নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। আগামীতে এর পরিধি আরও বাড়বে। যে কোনো কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করে চলেছি। তিনি আরও বলেন, নড়াইল জেলা বিএনপি কার্যালয় প্রায় সাত বছর তালাবদ্ধ। আমরা যতবারই তালা খোলার চেষ্টা করেছি, ততবারই পুলিশ আবার তালা লাগিয়ে দেয়। এক্ষেত্রে পুলিশ আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়। আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে চিঠি দিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, সর্বস্তরের জনগণ মাঠে নেমে এসেছে। পুলিশ ও আওয়ামী লীগ যদি নিরীহ জনগণের ওপর আক্রমণ করে আমাদের বসে থাকার সুযোগ নেই। আমরাও সেটা প্রতিহত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তিনি বলেন, একেবারেই দেয়ালে পিঠ ঠেকেছে। আমাদের আর পিছু হটার সুযোগ নেই। হয় আমাদের মৃত্যু, না হয় গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম। তিনি বলেন, নড়াইলে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল কিংবা গ্রুপিং নেই। বিএনপি অনেক বড় দল। হাতে গোনা ২-৪ জন হয়তোবা পদবঞ্চিত হয়ে প্রপাগান্ডা ছড়াতে পারে।

সর্বশেষ খবর