নড়াইলে বিএনপি এখন যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। জেলায় তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই উপজেলা ও পৌর কমিটিগুলোও গঠন করা হবে। এরপর জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হবে। ভয়-ডর পেছনে ফেলে বিএনপির নেতা-কর্মীরা এখন অনেক বেশি উজ্জীবিত। দলের সাংগঠনিক কর্মকান্ড নিয়ে এসব কথা বলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম। বাংলাদেশ প্রতিদিনকে তিনি বলেন, বিএনপি অল্প সময়ের ঘোষণায় সভা-সমাবেশ করে, সেখানে নেতা-কর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো। আগামীতে এর পরিধি আরও বাড়বে। যে কোনো কর্মসূচি আমরা ঐক্যবদ্ধভাবে পালন করে চলেছি। তিনি আরও বলেন, নড়াইল জেলা বিএনপি কার্যালয় প্রায় সাত বছর তালাবদ্ধ। আমরা যতবারই তালা খোলার চেষ্টা করেছি, ততবারই পুলিশ আবার তালা লাগিয়ে দেয়। এক্ষেত্রে পুলিশ আওয়ামী লীগের ভূমিকায় অবতীর্ণ হয়। আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে চিঠি দিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। তিনি বলেন, সর্বস্তরের জনগণ মাঠে নেমে এসেছে। পুলিশ ও আওয়ামী লীগ যদি নিরীহ জনগণের ওপর আক্রমণ করে আমাদের বসে থাকার সুযোগ নেই। আমরাও সেটা প্রতিহত করতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। তিনি বলেন, একেবারেই দেয়ালে পিঠ ঠেকেছে। আমাদের আর পিছু হটার সুযোগ নেই। হয় আমাদের মৃত্যু, না হয় গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম। তিনি বলেন, নড়াইলে বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল কিংবা গ্রুপিং নেই। বিএনপি অনেক বড় দল। হাতে গোনা ২-৪ জন হয়তোবা পদবঞ্চিত হয়ে প্রপাগান্ডা ছড়াতে পারে।
শিরোনাম
- পরিচিত সবজি পটলের আছে নানা স্বাস্থ্যগুণ
- রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুনের অভিযোগ
- তিন সংস্করণে অভিন্ন প্রধান কোচের পথে হাঁটল দক্ষিণ আফ্রিকা
- জামায়াতের নিবন্ধন নিয়ে আপিলের রায় ১ জুন
- চাঁপাইনবাবগঞ্জে অবরোধ কর্মসূচি স্থগিত, ট্রেন চলাচল স্বাভাবিক
- এনবিআর ভেঙে দুটি বিভাগ করার সিদ্ধান্ত সাহসী পদক্ষেপ: সেলিম রহমান
- ‘এনবিআর কর্মকর্তাদের পদোন্নতির সুযোগ কমে যাওয়ার শঙ্কা আছে’
- ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ
- ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
- নাম্বার ওয়ান হতে চান মিরাজ
- নিখোঁজের ১২ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- যুদ্ধবিরতির মধ্যেই পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার ভারত-পাকিস্তানের
- বিনিয়োগ পরিবেশ তৈরির পরামর্শ ও সুপারিশ গ্রহণের লক্ষ্যে বিডা'র সভা
- বক্স অফিসে কত আয় করল অজয়ের ‘রেইড টু’?
- দুর্নীতি মামলায় জুবাইদা রহমানের জামিন, আপিল শুনানির জন্য গৃহীত
- সাম্য হত্যার বিচারের দাবিতে সারা দেশে ছাত্রদলের কর্মসূচি
- কানাডার নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত
- চট্টগ্রাম বন্দর অর্থনীতির হৃদপিণ্ড: প্রধান উপদেষ্টা
- বিশ্বের ‘দরিদ্রতম প্রেসিডেন্ট’ হোসে মুজিকা আর নেই
- বেনাপোল কাস্টমসে চলছে কর্মবিরতি
ভয়-ডর পেছনে ফেলে বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত
-------- বিশ্বাস জাহাঙ্গীর আলম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর