কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে এক নারী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ৯ টার দিকে উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের এ/৭ ব্লকে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে পরকীয়ার জেরে তৈরি হওয়া পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।’
প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যানুযায়ী, নিহত রেহেনা (২৯) কে নিজের ঘরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্বামী নুরুল ইসলাম (৩১) উপর্যুপরি ছুরিকাঘাত করলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ৮ এপিবিএনের একটি টহল দল ঐ ব্লকের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে নুরুল ইসলামকে আটক করে।
বিডি প্রতিদিন/জামশেদ