বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

আত্মস্বীকৃত ১০১ ইয়াবা কারবারির দেড় বছর করে কারাদন্ড

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে আত্মসমর্পণ করা ১০১ ইয়াবা কারবারিকে মাদক মামলায় দেড় বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া দায়ের করা অস্ত্র মামলা থেকে তাদের খালাস দেওয়া হয়েছে।

গতকাল কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাঈল এ রায় ঘোষণা করেন। এ সময় আদালতে ১৭ আসামি উপস্থিত ছিলেন। বাকি ৮৪ জনকে পলাতক দেখানো হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফরিদুল আলম।

তিনি জানান, ১০১ জনের প্রত্যেককে ১ বছর ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়। প্রত্যেককে ২০ হাজার করে জরিমানাও করা হয়েছে। এ ছাড়া ওই সময় দায়ের করা একটি অস্ত্র মামলা সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়। এর আগে বেলা ১১টার দিকে আদালতে আনা হয় কারাগারে থাকা ১৭ আসামিকে। মামলায় রাষ্ট্রপক্ষে ২১ জন সাক্ষ্য প্রদান করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর