ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের সংবিধানে কিছু দুর্বলতা রয়েছে যেগুলো সংশোধন করতে হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ধরনের ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে। এই ক্ষমতা কমিয়ে আনতে সংবিধানে পরিবর্তন আনতে হবে। জাতীয় সংসদে নিজ দলের বিরুদ্ধে কথা বললে সদস্যপদ বাতিল হওয়াসহ বিভিন্ন বিষয় রয়েছে। এসবেও পরিবর্তন আনতে হবে। নির্বাচন ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে। ভোটের আনুপাতিক হারে সদস্যপদ বিতরণ- এ ধারণাটি আমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে পারে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সমাজচিন্তক আরও বলেন, আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার যথাসম্ভব দ্রুত সময়ের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই নির্বাচন হতে হবে সুষ্ঠু ও গ্রহণযোগ্য। জনগণের রায় নিয়ে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা থাকবে। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র আন্দোলনে যারা হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিল তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। দেশের বিভিন্ন সেক্টরে বিদ্যমান অনিয়ম-দুর্নীতিও বন্ধ করতে হবে। তিনি উল্লেখ করেন, দেশে যে উন্নয়ন হচ্ছে তা কর্মসংস্থান বৃদ্ধি করছে না। উন্নয়ন যাতে কর্মসংস্থানমুখী হয় সেদিকে নজর রাখতে হবে। উন্নয়নের সুফল যেন সবাই ভোগ করতে পারে, কেউ যেন বঞ্চিত না হয় সেটিও নিশ্চিত করতে হবে। বর্তমানে অনেক উন্নয়নের সুফল থেকে বড় জনগোষ্ঠী বঞ্চিত থাকছে। সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, দেশে মত প্রকাশে স্বাধীনতা ও চিন্তার স্বাধীনতা থাকতে হবে। গত সরকারের আমলে এই স্বাধীনতা ছিল না। গত সরকারের শাসনামলে একটি ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছিল। এই ভয়ের সংস্কৃতি দূর করতে হবে বর্তমান সরকারকে। তিনি বলেন, বাংলাদেশের সম্পদ বিদেশে পাচার হয়ে যায়। এটি আগেও হয়েছে, কিন্তু এখন খুব বেশি পরিমাণে হচ্ছে। এই পাচার বন্ধ করার পাশাপাশি পাচারকৃত সম্পদ ফেরত আনার উদ্যোগ নিতে হবে। এই সরকারকে মেধা পাচারও ঠেকাতে উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- বৃষ্টিতে পরিত্যক্ত দ. আফ্রিকা-পাকিস্তানের তৃতীয় টি-টোয়েন্টি
- জিম্বাবুয়েকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ আফগানদের
- কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা
- অপহৃত ২ বাংলাদেশিসহ ৪ রোহিঙ্গাকে ফেরত দিল আরাকান আর্মি
- টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- রাষ্ট্র গঠনে বিএনপির ৩১ দফা প্রচারে রামপালে সমাবেশ
- বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেফতার
- নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত শিক্ষার্থীর মৃত্যু
- খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো 'ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে'
- হেফাজতে ইসলামের খুলনা জেলা ও মহানগর কমিটি গঠন
- ঢাকায় পৌঁছেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা
- দখল-চাঁদাবাজির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে : গণতন্ত্র মঞ্চ
- পুলিশকে মারপিটে উসকানির অভিযোগে তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩
- কৃষক দলের নেতাকর্মীদের সঙ্গে নবীউল্লাহ নবীর মতবিনিময়
- ‘স্বৈরাচার শেখ হাসিনা ভারতের দালাল’
- অগ্নিকাণ্ড প্রতিরোধে কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের গণসংযোগ
- ফরিদপুরে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদ যুবদলের
- ‘খুনি হাসিনা দেশ থেকে পালালেও ষড়যন্ত্র এখনও শেষ হয়নি’
- পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের নতুন কর্মসূচি ঘোষণা
- চট্টগ্রামে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার