এমপক্স (মাঙ্কিপক্স) ভাইরাসের ঝুঁকি এড়াতে বন্দরগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। স্থল, নৌ, বিমানবন্দরগুলোতে রোগী শনাক্তে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সংক্রমণ ঠেকাতে দেশের প্রবেশ চ্যানেলগুলোতে কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।
সিলেটে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। গত সোমবার এ বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এয়ারলাইনস অপারেটর, সিভিল সার্জন অফিস ও বিমানবন্দর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছে। মাঙ্কিপক্স প্রতিরোধে বৈঠকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গেছে, ওসমানী বিমানবন্দরে গঠন করা হয়েছে মেডিকেল টিম। সতর্ক করা হয়েছে সব এয়ারলাইনসকে। মাঙ্কিপক্সের উপসর্গ আছে এমন কেউ শনাক্ত হলে সঙ্গে সঙ্গে তাকে জনসমাগম থেকে আলাদা করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বৈঠকে জানানো হয়, বিমানবন্দর মেডিকেল টিম বিদেশ থেকে আগত যাত্রীদের নিয়মিত স্ক্রিনিং করছে। এ ছাড়া বৈঠকে আইসোলেশন কক্ষ প্রস্তুত রাখা, যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানারের দ্বারা স্ক্রিন করা ও লক্ষণযুক্ত যাত্রীদের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে ওসমানী বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমেদ, সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী, সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের কনসালট্যান্ট ডা. বিনায়ক ভট্টাচার্য্যসহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা, কাস্টমস, ইমিগ্রেশন ও বিভিন্ন এয়ারলাইনসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে, মাঙ্কিপক্সের ঝুঁঁকি এড়াতে মোংলা বন্দরে বিশেষ সতর্ক জারি করা হয়েছে। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম। গত সোমবার থেকে এই সর্তকতা জারি গ্রহণ করা হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের চিঠিতে এই সতর্ক ব্যবস্থা নেয় মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান জানান, বন্দরে আসা বিদেশি জাহাজের নাবিকদের জাহাজ থেকে নামার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ছয় সদস্যের একটি মেডিকেল টিম। বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পোর্ট হেলথকে চিঠি দেওয়া হয়েছে। মোংলা বন্দরে আসা জাহাজের নাবিকদের মাধ্যমে দেশের অভ্যন্তরে এ রোগ যেন প্রবেশ করতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে মোংলা বন্দরে জরুরি আইসোলেশন সেন্টারের ব্যবস্থা করা হয়েছে।