মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পছন্দ না হলেও ভোট আমাকেই দিতে হবে, কারণ বিকল্প আর কেউ নেই।
আসন্ন নির্বাচন নিয়ে পেনসিলভেনিয়া স্টেটের রাজধানী হ্যারিসবার্গে গত বুধবার ফক্স টিভিকে দেওয়া বক্তব্যে ট্রাম্প বিপক্ষের ভোটারদের উদ্দেশ করে বলেন, ‘অনেক ভোটার আমাকে পছন্দ করেন না। কিন্তু তোমরা কোনো চান্স নিতে যেও না। কারণ, তোমাদের কোনো চান্সই নেই। তোমাদের সামনে আমি রয়েছি।’ ঘণ্টাব্যাপী কথোপকথনকালে ভোটারদের পক্ষ থেকে কোনো প্রশ্নের সুযোগ ছিল না। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের মনোনীত প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে বিতর্ক করতে রাজি থাকার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কমলা হ্যারিস বলেছেন, ট্রাম্পের সঙ্গে ফক্স নিউজে বিতর্ক করার ইচ্ছা নেই তার।