শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, সন্তানদের রাজনীতিবিদ বানাতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
পঞ্চগড়ে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিকের মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। গতকাল বিকালে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন সমন্বয়ক তরিকুল ইসলাম, রকিব মাসুদ, আবু সাঈদ লিয়ন, সহ-সমন্বয়ক ও স্বাস্থ্য উপকমিটির সদস্য মিশু আলী সুহাস, জহির রায়হান প্রমুখ। এ সময় সারজিস বলেন, সন্তানদের রাজনীতি সচেতন করে গড়ে তুলুন। রাজনীতি করতে বলুন। দিন শেষে রাজনীতিবিদরাই সংসদে দেশ পরিবর্তনের আইন প্রণয়ন করেন। তিনি বলেন, বিগত ১৬ বছরে বাংলাদেশে সিস্টেমগুলো একটার পর একটা নষ্ট করা হয়েছে। প্রত্যেকটি মানুষকে বানানো হয়েছিল হুকুমের দাস। এর দায় এই ফ্যাসিস্ট হাসিনাকে নিতে হবে। সারজিস বলেন, পঞ্চগড়ের মানুষ সীমান্তের কাছাকাছি গেলে বিএসএফের গুলিতে মারা যায়। পঞ্চগড়ের মানুষ কি বিএসএফের গুলিতে মরার জন্য জন্মেছিল?
সীমান্তে খুনিদের বিচার ফ্যাসিস্ট হাসিনা করতে পারেনি।