বৈরী আবহাওয়ায় ঝোড়ো বাতাসে ও প্রবল বৃষ্টির কবলে পড়ে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে সাতটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ জেলে নিখোঁজ রয়েছেন বলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ট্রলার মালিকরা জানান। এ ছাড়া ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডুবে যাওয়া ট্রলারগুলোর একটি জানু মাঝির, একটি দেলোয়ার মাঝির, একটি হেলাল মাঝির, একটি বাবর মাঝির। অন্য তিনটির পরিচয় জানা যায়নি। গতকাল বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বুড়ির চর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাগর উত্তাল থাকায় বিকালের দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রাপথে ট্রলারগুলো বুড়ির দোনায় পৌঁছালে ঝোড়ো বাতাসের কবলে পড়ে পর্যায়ক্রমে সাতটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। অন্য ট্রলারগুলো কিছু জেলেকে উদ্ধার করে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতটি ট্রলার ডুবেছে। এর মধ্যে ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ৩০ জন নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে।