কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট গ্রামে মাকে বাঁচাতে গিয়ে গরুচোরদের বেপরোয়া গাড়িচাপায় ওই গ্রামের ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার তালতলা-আটগ্রাম আঞ্চলিক সড়কের রায়কোট নতুনবাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিংকি রায়কোট গ্রামের পূর্বপাড়ার আবদুল কাদেরের কন্যা। তিনি বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়কোট গ্রামের আবদুল কাদেরের বাড়ির সামনে তার একটি গরু বাঁধা ছিল। দুপুরে জুমার নামাজের সময় বাড়ির লোকজন নামাজ পড়তে যায়। ওই সময় চার-পাঁচজনের গরু চোরের দল তাদের গাড়িতে ঢুকিয়ে গরুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় আবদুল কাদেরের স্ত্রী আছমা বেগম চোরদের বাধা দিলে তাকে মারধর করে আহত করে। আছমার চিৎকারে তার কলেজপড়ুয়া মেয়ে পিংকি দৌড়ে এসে গাড়ির সামনে দাঁড়ায়। ওই সময় চোরের দল মেয়েটিকে গাড়িচাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বাবা আবদুল কাদের বলেন, পূর্বপরিকল্পিতভাবে চার-পাঁচজনের গরুচোরের দল বাড়ির সামনে থেকে আমার গরুটি গাড়িতে করে নিয়ে যাচ্ছিল। এ সময় আমার স্ত্রী বাধা দিলে তাকে মারধর করা হয়। আমার মেয়ে পিংকি গাড়ির সামনে দাঁড়ালে তাকে গাড়ি দিয়ে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমি আমার মেয়েহত্যার বিচার চাই। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।