বাংলাদেশসহ পাঁচ রাষ্ট্রের নবনিযুক্ত হাইকমিশনার ও রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ আচমকা স্থগিত করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের পরিচয়পত্র পেশ করার কথা ছিল। কিন্তু দুপুরে রাষ্ট্রপতি ভবন থেকেই সব রাষ্ট্রের দূতাবাসকে জানিয়ে দেওয়া হয়, ‘অনিবার্য কারণে আজকের অনুষ্ঠান স্থগিত থাকবে।’
যেসব রাষ্ট্রের দূতাবাস প্রধানের পরিচয়পত্র পেশ করার কথা ছিল সেসব দেশ হলো- বাংলাদেশ, তুরস্ক, সেন্ট কিটস, থাইল্যান্ড, কোস্টারিকা। বাংলাদেশের নবনিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ পরিচয়পত্র বা ক্রেডেন্সিয়াল জমা দেওয়ার কথা ছিল। জানা গেছে, সম্প্রতি সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছে, রাষ্ট্রপতিকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রদেশ সরকারের অনুমোদনের বিলগুলো অনুমোদন দিতে হবে। রাষ্ট্রপতি সে আদেশের বিরোধিতা করেন। এ বিষয়ে জরুরি বৈঠক ছিল বলেই পরিচয়পত্র পেশ বাতিল হয়। তবে রাষ্ট্রপতির অন্যান্য অনুষ্ঠান যথারীতি পালিত হয়েছে।