রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ৬০তম ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা ২০২৫’। গতকাল সকালে আইসিসিবির গুলনকশা হলে তিন দিনব্যাপী এ মেলা শুরু হয়। ‘চলো বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে’ স্লোগানে এ মেলা চলবে আগামীকাল পর্যন্ত।
মেলার উদ্বোধনী দিনে আইসিসিবিতে গিয়ে দেখা যায়, সকাল থেকেই শিক্ষার্থী-অভিভাবকসহ অনেকে শিক্ষামেলায় এসেছেন। তারা বিভিন্ন স্টলে গিয়ে বিদেশে পড়তে যাওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য যাচাই করছেন। বিভিন্ন ফার্মের প্রতিনিধিরাও আগ্রহ নিয়ে মেলায় আগতদের বিভিন্ন তথ্য জানাচ্ছেন। এ আয়োজনের টাইটেল স্পন্সর যুক্তরাজ্যের খ্যাতনামা এংলিয়া রাসকিন ইউনিভার্সিটি, লন্ডন। যারা গ্লোবাল র্যাংকিং, স্কলারশিপ ও ক্যারিয়ার-ফোকাস্ড প্রোগ্রামের জন্য বিশ্বব্যাপী পরিচিত। মেলার কো-স্পন্সর স্মার্ট বি, এডুওয়াইজ, এডুল্যান্স, ঢাকা আইইএলটিএস সেন্টার, নলেজ হাব, এসটিসি ও ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস। মেলার আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলায় অংশ নিতে পারবেন শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই। প্রবেশ সম্পূর্ণ ফ্রি। এখানে বিশ্বের ৪৫টির বেশি দেশের ২ হাজার ৫০০ প্লাস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বে অংশ নিচ্ছে দেশের শীর্ষস্থানীয় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও পরামর্শক সংস্থা। শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার, আবেদন করার, স্কলারশিপ সম্পর্কে জানার এবং ক্যারিয়ার-সংক্রান্ত পরামর্শ নেওয়ার সুযোগ পাচ্ছেন। আয়োজক প্রতিষ্ঠান ফেয়ার কনভেনার এবং এডুল্যান্সের প্রতিষ্ঠাতা ও সিইও মাহমুদ গালিব বলেন, ‘আমি বিশ্বাস করি শিক্ষা শুধু সার্টিফিকেট নয়, এটি এক শক্তি; যা ব্যক্তি, সমাজ এবং একটি জাতিকে পরিবর্তন করতে পারে। ফেয়ার কনভেনার ও এডুল্যান্সের মাধ্যমে আমরা সেই পরিবর্তনের অংশ হতে চেয়েছি। আমাদের লক্ষ্য তরুণদের সঠিক তথ্য, স্বচ্ছ দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক মানের সুযোগের মাধ্যমে তাদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে সহায়তা করা।’ মেলায় অংশ নেওয়া ভাইভ এডুকেশন গ্রুপ লন্ডনের ডিরেক্টর মো. সাব্বির খান বলেন, ‘শুধু একটি এক্সপো নয়, এ আয়োজন শিক্ষার্থীদের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার একটি মঞ্চ। শিক্ষার্থীদের চাহিদা ও স্বপ্নকে সম্মান জানিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।’