রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিপেটা করতে দেখা যায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে ৩টায় ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিটি কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে সেখানে কলেজটির শিক্ষার্থীরাও অবস্থান করেন। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভিতরে অবস্থান নেন। এর আগে বেলা সাড়ে ১১টায় ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে একে অন্যের দিকে ইটপাটকেল ছোড়েন। লাঠি নিয়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়।
পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরও হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, সংঘর্ষের কারণে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। জানা যায়, রবিবার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথা কাটাকাটির জেরে এ সংঘর্ষ হয়।