প্রাক-প্রাথমিক শিক্ষা সমাপ্তির প্রত্যয়ন পত্র বিক্রি হচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জে। মূল্য রাখা হচ্ছে পাঁচ টাকা। সরকারিভাবে সনদ বিতরণ ও মূল্য নির্ধারণের কোন সিদ্ধান্ত না থাকলেও মোরেলগঞ্জ উপজেলা শিক্ষা অফিস এ নিয়ম চালু করেছে।
সরেজমিন আজ সোমবার শিক্ষা অফিসে দেখা গেছে, উপজেলা শিক্ষা অফিসে বসেই টাকা রেখে বিতরণ করা হচ্ছে প্রত্যয়নপত্র।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ওই টাকা দিয়েই প্রত্যয়নপত্র ছাড়িয়ে নিচ্ছেন। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বলেন, উর্ধ্বতন কর্মকর্তারা যা বলেন তা আমাদের মানতে হয়। ক্ষোভের সাথে তারা আরো বলেন, প্রত্যয়নপত্রের পাঁচ টাকাই শেষ নয়, সারাটা বছরই চাঁদা দিতে হয়। বাগেরহাট জেলার সকল উপজেলায় এই প্রত্যয়নপত্র বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার মো. মাসুম বিল্লাহ বলেন, প্রতি প্রত্যয়নপত্রের জন্য পাঁচ টাকা জেলা শিক্ষা অফিস থেকে ধার্য করে দিয়েছে। জেলা শিক্ষা অফিসার মোসা. পারভিন জাহান বলেন, সরকার পাঠিয়েছে তবে আমরা প্রিন্ট খরচ নিচ্ছি মাত্র।
খুলনা বিভাগীয় উপপরিচালক একেএম গোলাম মোস্তফা বলেন, প্রাক-প্রাথমিকের প্রত্যয়নপত্র দেওয়ার বিষয়ে সরকারি কোন ঘোষণা বা সিদ্ধান্ত তার জানা নেই। বিষয়টি কিভাবে বা কার প্রয়োজনে করা হয়েছে তা খতিয়ে দেখা হবে।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ