ইরান ও ইসরায়েলের যুদ্ধ ১২ দিনের মাথায় শেষ হলো। দুই পক্ষই যুদ্ধ বন্ধের সম্মতি দেওয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটেছে। যুদ্ধবিরতির প্রস্তাব আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বলে পরিচিত ইসরায়েল সে প্রস্তাবে সম্মতি দেয়। সোমবার ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইরানও সম্মতি জানায় যুদ্ধবিরতিতে। ১৩ জুন ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর, তিনটি পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। অবিশ্বাস্য ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইরানিরা। সে অবস্থা থেকে তারা যে পাল্টা আঘাত হানার কৃতিত্ব দেখিয়েছে, তারও নজির পাওয়া ভার। মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের একটি ঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিঘাত করার সাহস দেখায় তারা। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাও ইরানের হামলার কথা নিশ্চিত করেছেন। তিনটি পরমাণু স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি বলেছিলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসি সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। এ হুঁশিয়ারির পরপরই তেহরানের তরফে ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকার মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান-সমর্থিত মিলিশিয়ারা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে ইরান নিজের জয় ও সুরক্ষা নিশ্চিত করেছে। পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য ইরানে যে হামলা চালানো হয়েছিল, তা কার্যত ব্যর্থ হয়েছে মূল উপাদান আগেভাগে সরিয়ে নেওয়ার কারণে। এর ফলে ইসরায়েল ও মার্কিন স্বার্থের জন্য বড় বাধা হিসেবে ইরান তার অস্তিত্ব বজায় রাখতে পারবে।
শিরোনাম
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা
- চীনের তিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইবির সমঝোতা
- গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- ফরিদপুরে অর্থপাচার চক্রের ৫ সদস্য আটক
- বিচারিক আদালতে তারেক-জুবাইদার বিচার নিরপেক্ষ হয়নি: হাই কোর্ট
- লোডশেডিংয়ের সময় কাঠগড়া থেকে পালালেন আসামি
- জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
- চট্টগ্রামে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীসহ তিনজনের মৃত্যুদণ্ড
- পাথরঘাটায় জলবায়ু সহনশীল ও নারীবান্ধব সাইক্লোন শেল্টারের দাবিতে স্মারকলিপি
অবশেষে যুদ্ধবিরতি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতিস্বীকার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর