ইরান ও ইসরায়েলের যুদ্ধ ১২ দিনের মাথায় শেষ হলো। দুই পক্ষই যুদ্ধ বন্ধের সম্মতি দেওয়ায় রক্তক্ষয়ী যুদ্ধের ইতি ঘটেছে। যুদ্ধবিরতির প্রস্তাব আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য বলে পরিচিত ইসরায়েল সে প্রস্তাবে সম্মতি দেয়। সোমবার ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির পর ইরানও সম্মতি জানায় যুদ্ধবিরতিতে। ১৩ জুন ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর, তিনটি পারমাণবিক কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। অবিশ্বাস্য ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ইরানিরা। সে অবস্থা থেকে তারা যে পাল্টা আঘাত হানার কৃতিত্ব দেখিয়েছে, তারও নজির পাওয়া ভার। মুখে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে ধ্বংস করে দেয়। পাল্টা ব্যবস্থা হিসেবে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরাকের একটি ঘাঁটি ও কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিঘাত করার সাহস দেখায় তারা। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাও ইরানের হামলার কথা নিশ্চিত করেছেন। তিনটি পরমাণু স্থাপনায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর নতুন প্রধান আবদোল রহিম মোসাভি বলেছিলেন, ‘অপরাধী যুক্তরাষ্ট্রের জানা উচিত ইসরায়েল নামের অবৈধ ও আগ্রাসি সন্তানের শাস্তির পাশাপাশি ইসলামের যোদ্ধাদের হাত এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত। এ হুঁশিয়ারির পরপরই তেহরানের তরফে ইরাক ও কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়। এর আগে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হাসাকাহ প্রদেশের কাসরুক এলাকার মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান-সমর্থিত মিলিশিয়ারা। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির মাধ্যমে ইরান নিজের জয় ও সুরক্ষা নিশ্চিত করেছে। পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার জন্য ইরানে যে হামলা চালানো হয়েছিল, তা কার্যত ব্যর্থ হয়েছে মূল উপাদান আগেভাগে সরিয়ে নেওয়ার কারণে। এর ফলে ইসরায়েল ও মার্কিন স্বার্থের জন্য বড় বাধা হিসেবে ইরান তার অস্তিত্ব বজায় রাখতে পারবে।
শিরোনাম
- চিকিৎসকদের নিয়ে বক্তব্য : দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল
- ড্র দিয়ে মৌসুম শুরু করল চেলসি
- ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত
- মহাখালীর ফিলিং স্টেশনের আগুন নিয়ন্ত্রণে
- বগুড়ায় ডোবা থেকে পরিত্যক্ত ৬ গ্রেনেড উদ্ধার
- করতোয়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু
- ছিনতাই করে পালালেও শেষ রক্ষা হয়নি
- বাউবিতে হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ শুরু
- বড়াইগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- সিংড়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- জামালপুরে সানন্দবাড়ী ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন
- বগুড়ায় বিএডিসির অনিয়মিত শ্রমিকদের কর্মবিরতি
- বগুড়ায় আল-আমিন হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ
- পুঁজিবাজারে সূচকের বড় উত্থানে লেনদেন বাড়ল
- ৮৩ আসনের সীমানা পরিবর্তনে আবেদন পড়েছে ১৭৬০টি
- ট্রাইব্যুনালে হাসিনার বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ অক্টোবরে শেষের আশা প্রসিকিউশনের
- পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব প্রধান বিচারপতির
- দীর্ঘ বিরতির পর বিটিভিতে ফিরলো ‘নতুন কুঁড়ি’
- কলাপাড়ায় চিরকুট লিখে দর্জির আত্মহত্যার অভিযোগ
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
অবশেষে যুদ্ধবিরতি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতিস্বীকার
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর