শুভ জন্মাষ্টমী আজ। সনাতন ধর্মাবলম্বীদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বরাবরের মতোই পালিত হচ্ছে সারা দেশে। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে লড়তে সত্য, সুন্দর ও কল্যাণের প্রতিভূ হয়ে এদিনে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিশ্বমানবতার কল্যাণ সাধনে তিনি মানবরূপে আসেন পৃথিবীতে। প্রায় ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ ব্রত নিয়ে নিরাকার ব্রহ্ম বাসুদেব ও দেবকীর সন্তান হিসেবে জন্ম নেন। তিনি যে সময় আবির্ভূত হয়েছিলেন, তখন অনাচার ও ত্রাসের রাজত্ব চলছিল সমসাময়িক বিশ্বে। অশুভশক্তির ভ্রুকুটির শিকার হয়েছিল মানবতা। সমকালীন শাসকদের অনেকেই সুনীতি বিসর্জন দিয়ে স্বেচ্ছাচারিতায় মত্ত হয়েছিলেন। মথুরার রাজা উগ্রসেনকে উৎখাত করে তার দাম্ভিক পুত্র কংস সিংহাসনে আরোহণ করেন। একই সময়ে আরও কয়েকজন শাসকের কর্মকাণ্ডেও মানবতার আর্তধ্বনি বেজে উঠছিল। মানবতার সেই দুঃসময়ে ক্ষমতাদর্পীরা নারীর প্রকাশ্য অমর্যাদার ঘটনাও ঘটিয়েছে। বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদছিল, ঠিক তখনই শ্রীকৃষ্ণের আগমন ঘটে সত্য, সুন্দর ও কল্যাণের বার্তা নিয়ে। অশুভশক্তির পতন ঘটিয়ে পৃথিবীতে সুশাসন নিশ্চিত করেন এই দেবপুরুষ। অত্যাচারী কংসরাজের বোন দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। দেবকীর সন্তানের হাতে নিজের মৃত্যু হবে- এই দৈববাণী জেনে রাজা কংস বোনের সাত সন্তানকে ভূমিষ্ঠ হওয়ামাত্র হত্যা করেন। তবে শেষ রক্ষা হয়নি পাপিষ্ঠ কংসরাজের। তার জিঘাংসা থেকে অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান ভগবান শ্রীকৃষ্ণ। শুধু প্রাণে রক্ষা নয়, অত্যাচারী রাজাদের ধ্বংসও তিনি নিশ্চিত করেন। পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল সত্য, সুন্দর ও কল্যাণের বাণী নিয়ে। অসত্য, অসুন্দর ও অকল্যাণের বিরুদ্ধে লড়াইয়ে শ্রীকৃষ্ণের অপরাজেয় আদর্শ একবিংশ শতাব্দীর এই রজতজয়ন্তী বর্ষেও সমান প্রাসঙ্গিকতার দাবিদার। বিশ্বে দিকে দিকে আজ যখন হানাহানি ও অশান্তি মাথা চাড়া দিয়ে উঠছে, তখন ভগবান শ্রীকৃষ্ণের অবিনশ্বর মানবিক চেতনা শান্তি ও কল্যাণের পথ দেখাতে পারে। শুভ জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক অভিনন্দন।
শিরোনাম
- টি-টোয়েন্টিতে আলো ছড়িয়ে ওয়ানডেতেও ডাক পেলেন সাইফ
- শত্রুমিত্র বোঝা দায়
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
শুভ জন্মাষ্টমী
শ্রীকৃষ্ণের মানবিক চেতনা অনুসরণীয়
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর