‘সত্যি সেলুকাস, কী বিচিত্র এই দেশ।’ গ্রিক বীর আলেক্সান্ডারের এ বহুল উচ্চারিত উক্তি নানা কৃতকর্মে আমরা বারবার প্রমাণ করে চলেছি। মগের মুল্লুকে পরিণত করতে চলেছি প্রিয় স্বদেশকে! সিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর কোয়ারি এলাকা আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সাদাপাথরের ওপর দিয়ে জলস্রোত বয়ে যাওয়ার সৌন্দর্য উপভোগ করতে যায় দেশবিদেশের মানুষ। সেই সাদাপাথর লুট হয়ে গেল। এমন নয় যে সোনার বার বা হীরকখণ্ড, যা সহজেই পকেটে ঢুকিয়ে আত্মসাৎ সম্ভব। হাজার হাজার টন পাথর, শত শত ট্রাকে করে লুট করা হলো- কেউ দেখল না? কেউ বাধা দিল না? আইনপ্রয়োগকারী সংস্থা, স্থানীয় প্রশাসন, সাধারণ জনগণ সবাই ঘুমিয়ে থাকল? বুদ্ধি বাড়ল চোর পালানোর পর? ‘সাদাপাথর কলঙ্ক’ হিসেবে চিহ্নিত হয়ে থাক দুর্বৃত্তদের এই অপকর্ম। গত বছর ৫ আগস্ট স্বৈরসরকার পতনের পর কদিন এখানে ব্যাপক পাথর লুট হয়। অন্তর্বর্তী সরকার গঠনের পর গত এক বছর তা ছিঁচকে চুরির পর্যায়ে ছিল, যা গোপনে বছরজুড়েই চলে। কিন্তু গত পক্ষকালে যে দুঃসাহসিক বেপরোয়াভাবে সাদাপাথর এলাকার পাথর লুট হয়েছে- তাকে পুকুর নয়, সাগরচুরি বললেও কম বলা হয়। গোটা এলাকাই পাথরশূন্য করে ফেলে চক্র। অবশেষে টনক নড়ে ‘কুম্ভকর্ণ’ প্রশাসনের। আটঘাট বেঁধে মাঠে নামে তারা। লুট ও পাচার ঠেকানোর পাশাপাশি পাথর উদ্ধারে শুরু হয়েছে জেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব-পুলিশের যৌথ অভিযান। দুই রাতের অভিযানে ৭৫ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে প্রায় দেড় শ ট্রাক। হাই কোর্ট সাত দিনের মধ্যে যথাস্থানে পাথর পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছেন। লুট ও পাচারে জড়িতদের তালিকা তৈরি করে হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন। নিছক একটা পাথর কোয়ারি থেকে সাদাপাথর এলাকা হয়ে উঠেছে পর্যটন কেন্দ্র। এলাকার মানুষের পর্যটন-বাণিজ্যের নানা পথ খুলেছে একে ঘিরে। সেই সোনার ডিম দেওয়া হাঁসটাই মেরে ফেলতে উদ্যত হয়েছিল লুটেরা চক্র। আর এ ক্ষেত্রে চরম উদাসীনতা, নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার নজির সৃষ্টি করেছে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ। আমাদের সুপারিশ হচ্ছে- সাদাপাথর লুট ও পাচারে জড়িত প্রত্যেক দুর্বৃত্ত এবং তাদের পেছনের পান্ডাদের যেন চিহ্নিত, বিচারের সম্মুখীন এবং উপযুক্ত দণ্ড প্রদান করা হয়। আর যাদের দায়িত্বহীনতায় এ কলঙ্কজনক ঘটনা ঘটেছে, তাদের কঠোর জবাবদিহি ও তিরস্কারই নয়; সবার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক। না হলে এই কলঙ্ক মোচনে প্রশাসনিক প্রতিরোধও গড়ে উঠবে না, দুর্বৃত্তদের দুঃসাহসিক দৌরাত্ম্যও বন্ধ হবে না।
শিরোনাম
- বিএনপিতে চাঁদাবাজ-দখলবাজদের ঠাঁই নেই : শামা ওবায়েদ
- জীবন ও জগতে যত দ্বন্দ্ব এখন
- ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে দৃঢ় অঙ্গীকারবদ্ধ বিএনপি : তারেক রহমান
- ‘যে কারণে যুক্তরাষ্ট্রের মাটিতে গ্রেফতার করা সম্ভব নয় পুতিনকে’
- 'ফেব্রুয়ারিতে উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি রয়েছে'
- ‘ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান’
- সাবেক এমপি মমতাজের পিএসসহ মানিকগঞ্জে গ্রেফতার ৬
- ভিসা সংস্কারের ঘোষণা দিল কুয়েত
- দেশে অনিবার্যভাবে নির্বাচন হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
- পাকিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ২০০ জন নিহত
- আত্মীয়ের মরদেহ বাড়ি নেয়ার পথে লাশ হয়ে ফিরলেন ইসমাইল
- জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের দুই গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ৭
- খালেদা জিয়া আধিপত্যবাদের কাছে মাথা নত করেননি : প্রিন্স
- বালু ও মাটির নিচে সাদাপাথরের খনি
- আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠকের আগে যা বললেন জেলেনেস্কি
- শেখ মুজিবের পোষ্টার লাগাতে গিয়ে গণপিটুনি খেল ৪ ছাত্রলীগকর্মী
- পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৫
- রাশিয়ার ‘আলাস্কা’ যেভাবে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হয়েছিল?
- শেবাচিম ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অনশন নিষিদ্ধ
- বগুড়ায় অভিযানে যাওয়া ডিবি পুলিশের ওপর হামলা, আহত ৩
সাদাপাথর-কলঙ্ক
মোচনে চাই প্রশাসনের সক্রিয় প্রতিরোধ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর