স্বৈরাচার পতনের ১৫ মাস পূর্ণ হচ্ছে। জাতি এখন মুখিয়ে আছে সংসদ নির্বাচনের জন্য। দেশি-বিদেশি কোনো মহলের কূটকৌশল, কারসাজি, কলকাঠি নাড়ায় ভোট যেন অনিশ্চিত বা বিলম্বিত না হয়, কায়মনোবাক্যে সেটাই চায় দেশের মানুষ। এ নিয়ে কোনো ছুতোনাতায়, কোনো পক্ষ পানি ঘোলা করলে জনগণ তা সহ্য করবে না। সরকারের ঘোষিত সময়ে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ, অংশগ্রহণমূলক, অবিতর্কিত নির্বাচন দেখতে চায় সবাই। দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগে বঞ্চিত নাগরিক ‘ইতিহাস সেরা’ উৎসবমুখর ভোট উদযাপনের অপেক্ষায়। রাজনৈতিক দলগুলো চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ। নির্বাচনে যেন নি-িদ্র নিরাপত্তা বজায় থাকে এবং শতভাগ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে তিন বাহিনী প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বলেছেন, এ ব্যাপারে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যদিও প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো বিভিন্ন বিষয়ে মতানৈক্য রয়েছে। বিএনপির দাবি- গণভোট করতে হবে নির্বাচনের দিনই। জামায়াত বলছে, গণভোটের মাধমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে জাতীয় নির্বাচন অর্থহীন। এনসিপির মতে, গণভোট যে কোনো সময় হতে পারে, কিন্তু এর আইনি ভিত্তির ব্যাপারে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে হবে। এ প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে সরকার। শনিবার কয়েকজন উপদেষ্টার সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। জানা যায়, জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) খসড়ায় আবার পরিবর্তন আনার সিদ্ধান্ত হয়েছে। এর মাধ্যমে নির্বাচনে সব ধরনের অনিয়ম-কারচুপি বন্ধের ব্যবস্থা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। সামগ্রিক বিষয় বিশ্লেষণে এটা স্পষ্ট যে, জাতি চায় দ্রুত নির্বাচন; জনরায় নিয়ে নির্বাচিত সরকার। এ নিয়ে সব সংশয় দূর হোক। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য ঐক্যে উপনীত হোক। কোনো পক্ষেরই হঠকারিতায় যেন নির্বাচন বিঘ্নিত বা বিলম্বিত না হয়। কারণ তাতে দেশ-জাতি-গণতন্ত্রের বিরাট ক্ষতির আশঙ্কা! নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ হাতছাড়া হওয়ার ভয়!
শিরোনাম
- বেনজীর-ইমরানসহ ১০৩ জনের বিরুদ্ধে অধিকতর তদন্তের নির্দেশ
- টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ
- বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান : তারেক রহমান
- অক্টোবরে এলো ৩১ হাজার ২১০ কোটি টাকার প্রবাসী আয়
- ডিগ্রী পাস ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি
- ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৬২
- একটি গোষ্ঠী নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে : দুলু
- সুশাসন চাইলে সৎ ও যোগ্য লোকের সরকার প্রতিষ্ঠা করতে হবে : মাসুদ সাঈদী
- ১৭ বছরে ছাত্রদল প্রকৃত রাজনীতি করতে পারেনি: এ্যানি
- সিলেট সীমান্তে বিএসএফ’র অনুপ্রবেশ, স্থানীয়দের প্রতিরোধ
- মহাসড়কে বাইক প্রতিযোগিতা, প্রাণ গেল তরুণের
- পুঁজিবাজারে বেড়েছে লেনদেন
- সাতক্ষীরায় পচা মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড
- প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন
- রূপগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা
- জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে বিএনপি নেতা
- রং মেশানো ডাল আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা
- গাজীপুরে রনি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার