নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি সংকোচনমুখী মুদ্রানীতিতে বেকায়দায় পড়েছে বেসরকারি খাত। মূল্যস্ফীতি নিম্নমুখী হলেও রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকায় ব্যবসায়ীরা আস্থা রাখতে পারছেন না। সংকোচনমূলক মুদ্রানীতি বেসরকারি খাতের ঋণ ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলছে। নির্বাচনের তারিখ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সামনের মাসগুলোতে অর্থনীতিতে নির্বাচনসংক্রান্ত কার্যকলাপ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। যা অর্থনীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারে। তবে বিশেষজ্ঞদের ধারণা, নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা থাকায় ব্যবসাবাণিজ্যে বিনিয়োগসহ অর্থনীতির সব খাতে স্থবিরতা বিরাজ করছে। সরকারের ইকোনমিক আপডেট অ্যান্ড আউটলুকের প্রতিবেদনে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) গত কয়েক মাসের সামষ্টিক অর্থনীতির চারটি বিষয়ের ওপর আলোকপাত করেছে। এগুলো হলো : প্রথমত, সরকারের তৎপরতার কারণে চালের দাম কমতে শুরু করেছে; দ্বিতীয়ত, মুদ্রা বিনিময় হার স্থিতিশীল থাকলেও রপ্তানিতে ধীরগতি দেখা যাচ্ছে; তৃতীয়ত ব্যাংক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ কমছে এবং চতুর্থত, প্রশাসনিক সংস্কারের কারণে রাজস্ব আয়ে গতি ফিরেছে। প্রতিবেদনে নির্বাচনের বিষয়ে আলোকপাত করে বলা হয়েছে, কয়েক মাস ধরে বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বাড়ছে উল্লেখযোগ্য হারে। সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কিছু সংস্কার উদ্যোগের কারণে আমানতকারীরা ব্যাংকমুখী হচ্ছেন। সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কারণেও অনেকের কাছে ব্যাংক-আমানত আকর্ষণীয় হয়ে উঠেছে। এ ছাড়া বাণিজ্যিক ব্যাংকগুলোর আমানত বৃদ্ধির পেছনে রেমিট্যান্স প্রবৃদ্ধিও ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে ব্যাংক আমানত বাড়লেও বেসরকারি খাতে ঋণ ও বিনিয়োগে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিবেদনে এজন্য সরকারের সংকোচনমূলক মুদ্রানীতিকে দায়ী করা হয়েছে। সংকোচনমূলক মুদ্রানীতির ফলে নীতিনির্ধারণী সুদের হার বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলো বেসরকারি খাতে ঋণ না দিয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে টাকা রাখছে। দেশের অর্থনীতির স্বার্থে সংকোচনমুখী মুদ্রানীতি থেকে সরে আসতে হবে।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
সংকোচনমুখী মুদ্রানীতি
ব্যবসাবাণিজ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর