সমাজে আইনশৃৃঙ্খলা পরিস্থিতি অবনতির সূচক হিসেবে গণ্য হয় অজ্ঞাত লাশ। এ বিচারে দেশ এখন উদ্বেগজনক অবস্থানে। কারণ অনাকাক্সিক্ষত হারে অজ্ঞাত লাশ বৃদ্ধি জনগণের, বিশেষ করে নাগরিক জীবনে নিরাপত্তাহীনতার বড় প্রামাণিক দলিল হয়ে দাঁড়াচ্ছে। রাজধানীসহ বিভিন্ন এলাকায় ফুটপাত, রেলস্টেশন বা ডাস্টবিনের পাশে প্রায়ই পড়ে থাকতে দেখা যাচ্ছে কারও না কারও নিথর দেহ। অক্টোবরে এমন হতভাগ্যের সংখ্যা ছিল ৬৬। হাসপাতালের মর্গে থাকা পরিচয় নিশ্চিত না হওয়া, ‘বেওয়ারিশ’দের দাফন দীর্ঘদিন ধরে সম্পন্ন করছে আঞ্জুমান মুফিদুল ইসলাম। এ বছর প্রথম ৯ মাসে তারা প্রায় ৫০০ অজ্ঞাত পরিচয় মৃতদেহ কবর দিয়েছে। মানবাধিকার সংগঠনের তথ্য বলছে- সব মিলে ১০ মাসে ৫৫৮টি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। কারণ অধিকাংশ ক্ষেত্রেই তারা লাশ উদ্ধারের খবর জানিয়েই দায় সারছে। অস্বাভাবিক-অপঘাত মৃত্যু, দুর্ঘটনা নাকি হত্যা এসব উদ্ঘাটন এবং পরিচয় উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া রাষ্ট্রের কর্তব্য। আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিভাগ এগুলো সম্পাদন করবে। অথচ ‘মৃত ব্যক্তির পরিচয় পাওয়া সম্ভব হয়নি’ এই মর্মে পুলিশের ছাড়পত্র না পাওয়ায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে বেশ কিছু মৃতদেহ পড়ে আছে, দাফন-সৎকারের অপেক্ষায়। মৃতদেহ উদ্ধার থেকে শুরু করে সুরতহাল, মর্গে পাঠানো, পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা এবং পরিচয় জানা সম্ভব না হলে সৎকারের অনুমতি দেওয়া পর্যন্ত দীর্ঘ কাজের ঘাটে ঘাটে রয়েছে অবহেলা, সময় ক্ষেপণ, সমন্বয়ের অভাব। এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া। এসব ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও রয়েছে। সব ক্ষেত্রেই নাকি টাকা লাগে। প্রশ্ন- এই মৃতদেহগুলো টাকা দেবে কোত্থেকে? সবাই ভুলে যায় যে, পথে-ঘাটে, মর্গে পড়ে থাকা মানুষগুলো, নারী-শিশু-বৃদ্ধ-যুবা, কারও না কারও আত্মার আত্মীয়, নাড়িছেঁড়া ধন, প্রিয়জন ছিল। পরিবার, সমাজ তাদের রক্ষা করতে পারেনি। মৌলিক মানবিক প্রয়োজনগুলো পূরণ হয়নি। এমনকি রাষ্ট্র তাদের দাফন বা সৎকারের শেষ প্রাপ্যটুকু প্রদানেও আমলাতন্ত্রের লাল ফিতা বেঁধে রাখছে, ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ গ্লানি ঘোচানো উচিত সরকারের। অকাল-অপঘাত মৃত্যুর কারণ খুঁজে তা রোধ করুন।
শিরোনাম
- হাজার টাকায় চার থ্রিপিসের ঘোষণা দিয়ে খোলেনি শোরুম, ক্ষোভ ক্রেতাদের
- বন্দরের স্থাপনা ইজারা থেকে না সরলে কঠোর আন্দোলন হুঁশিয়ারি
- প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা
- জাকেরকে নিয়ে মুখ খুললেন ফাহিম, জানালেন ব্যর্থতার কারণ
- স্বর্ণের দাম বেড়েছে
- টানা ডেস্কে কাজ করলে হাতব্যথা? জেনে নিন সহজ সমাধান
- আগামী নির্বাচনের বড় শক্তি তরুণ সমাজ : ইসরাফিল খসরু
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
অজ্ঞাত লাশ বাড়ছে
জননিরাপত্তাহীনতার প্রামাণিক দলিল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর