বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতা-কর্মীদের গুপ্ত স্বৈরাচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন নিজেদের মধ্যকার বিরোধের সুযোগ যাতে প্রতিপক্ষ নিতে না পারে, সেজন্য সতর্ক থাকতে হবে। দল যাঁকে মনোনয়ন দেবে তাঁর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে। রবিবার রাতে প্রবাসে বিএনপির দলীয় নেতা-কর্মীদের প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্যপদ গ্রহণের কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের তথ্যও তিনি তুলে ধরেন। বলেন, বিএনপির বিজয় ঠেকাতেই পতিত স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তারা নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপকৌশল শুরু হয়েছে। পতিত পলাতক স্বৈরাচারের শাসনামলে জাতীয় নির্বাচন নিয়ে জনগণের কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে নির্বাচন হবে কি না। নির্বাচন নিয়ে জনমনে সৃষ্ট সংশয়-সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ ছাড় দিয়ে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ বেছে নিয়েছে। অপরদিকে অন্তর্বর্তী সরকারকেও যথাসাধ্য সহযোগিতা করেছে। কৌশল এবং অপকৌশলের পার্থক্য বুঝতে ব্যর্থ হলে কোনো অগণতান্ত্রিক অপশক্তির কাছে শেষ পর্যন্ত বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কি না, মাঠে থাকা সব গণতান্ত্রিক দলগুলোকে ভাবতে হবে। বিএনপির শীর্ষ নেতা দলের প্রবাসী সদস্যদের অনুষ্ঠানে গুপ্ত স্বৈরাচারের ওত পেতে থাকার বিষয়ে যে আশঙ্কার কথা বলেছেন, তা খুবই তাৎপর্যপূর্ণ। সবারই জানা, সাড়ে ১৫ বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটেছে বিএনপিসহ গণতন্ত্রপন্থি দলগুলোর দেড় দশকের কঠিন সংগ্রাম ও আত্মত্যাগের ফসল হিসেবে। গণতন্ত্রপন্থি সব দল ঐক্যবদ্ধ হয়েছিল বলেই তা সম্ভব হয়েছিল। পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক না হলে যে কোনো অজুহাতে দেশে গুপ্ত স্বৈরাচারের অভ্যুদয় ঘটতে পারে। এ বিষয়ে সতর্কতার বিকল্প নেই।
শিরোনাম
                        - যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি, তবে হামলা থামায়নি ইসরায়েল
 - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 
গুপ্ত স্বৈরাচার
সতর্ক থাকতে হবে নিজেদের স্বার্থেই
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর