অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশের বেকার জনসংখ্যার জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও প্রশিক্ষণসহ কর্মসংস্থান সংক্রান্ত কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির জন্য ‘কর্মসংস্থান অধিদপ্তর’ গঠনের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, শিশু শ্রম নির্মূল এবং নারী শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকারের কার্যক্রম আরও বেগবান করা হবে।
আজ বিকালে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২০২৩ অর্থ-বছরের বাজেট বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশের কর্মক্ষম শ্রমশক্তিকে কাজে লাগিয়ে অর্থনীতির গতি সঞ্চারের লক্ষ্যে আগামী ২০২২-২৩ অর্থ বছরে ৩৫৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২১-২২ অর্থ-বছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৬৫ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ৩৬০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত