দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৮ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। তবে নারায়ণগঞ্জ-৫ ও কুষ্টিয়া-২ আসনের প্রার্থীর নাম আজ ঘোষণা করা হয়নি।
রবিবার বিকেল সাড়ে ৪টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এসময় অন্যান্য আসনে প্রার্থী দিলেও ২টি আসনে নাম ঘোষণা করেননি তিনি। আসন দুটি হলো- কুষ্টিয়া ২, নারায়ণগঞ্জ-৫। ওবায়দুল কাদের বলেন, এখন ২টি আসনে নাম প্রকাশ করা হচ্ছে না। আশা করি, দু’একদিনের মধ্যে তা জানানো হবে।
বিডি-প্রতিদিন/শফিক