বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যপুস্তকে রোহিঙ্গা অধ্যায় সংযোজনের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের জনগণের মধ্যে রোহিঙ্গা সম্পর্কে স্বচ্ছ ধারণা দানের জন্য পাঠ্যপুস্তকে রোহিঙ্গা নামে একটি অধ্যায় সংযোজন করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে সিপিইউ এবং সিপিএসহ আন্তর্জাতিক পরিমণ্ডলের বিভিন্ন ফোরামে অংশ নেওয়া বাংলাদেশের জনপ্রতিনিধিরা যাতে রোহিঙ্গা ইস্যুটি যথাযথভাবে উত্থাপন করতে পারেন, সে জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রোহিঙ্গা বিষয়ে একটি সংক্ষিপ্তসার সরবরাহ করার সুপারিশ করা হয়। সংসদ ভবনে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. দীপু মনি। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং বেগম মাহজাবিন খালেদ বৈঠকে অংশগ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে মিয়ানমার ও ভারতসহ সব প্রতিবেশী দেশের  সঙ্গে প্রতিবেশীসুলভ বন্ধুত্বপূর্ণ  দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় রেখে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করা হয়।

 পাশাপাশি রোহিঙ্গারা যে এ দেশে অস্থায়ী ভিত্তিতে বসবাস করছে এ বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রচার ও এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধির সুপারিশ করা হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব, নিরাপত্তা পরিষদে রোহিঙ্গা ইস্যুতে ১৫টি দেশের মধ্যে ১২ দেশের অকুণ্ঠ সমর্থন এবং রোহিঙ্গাদের বিষয়ে জাতিসংঘ মহাসচিবের ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশের কূটনৈতিক সফলতা হিসেবে আখ্যায়িত করা হয়।

সর্বশেষ খবর