ঢাকা মহানগরী উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, ‘ফ্যাসিস্ট মাফিয়া সরকারের আমলে তিনবার কারাবরণ করেছি। ডিবির হাতে গ্রেপ্তার হয়ে আমি ৪৫ দিন আয়নাঘরে ছিলাম।’ কুষ্টিয়া শহরের একটি রেস্তোরাঁয় গতকাল দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগরী উত্তর যুবদলের আহ্বায়ক বলেন, ‘বিএনপির রাজনীতি করার কারণে এ পর্যন্ত আমার নামে ৩১৭টি মামলা হয়েছে। ২৮ অক্টোবর মহাসমাবেশে ফ্যাসিস্ট হাসিনা ট্যাগডাউন দিয়েছিল। সেদিন আমার শরীরে ২৮টি বুলেট লেগেছিল। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আমি বেঁচে আছি। দীর্ঘ ১৭ বছর ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমরা।’ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে শরিফ উদ্দিন জুয়েল বলেন, ‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আমি সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করছি।
দৌলতপুর উপজেলা মাদক ও সন্ত্রাসমুক্ত জনপদে রূপান্তর করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস-মাদকমুক্ত দৌলতপুর গঠন করতে চাই।’
তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে সারা দেশে প্রায় ৩ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। ১ হাজার ২০০ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। ভোটের অধিকার আদায়ের আন্দোলন করার জন্য ৬০ লাখ নেতা-কর্মীর নামে মামলা হয়েছে। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে।’