পটুয়াখালীর কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, পৌর বিএনপির সভাপতি ফারুক গাজী ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন বাদল মৃধা প্রমুখ।
পরে পৌর শহরের এতিমখানা হাফিজি মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করা হয়। শেষে এতিমখানা এলাকার কবরস্থানের ঝোড় ঝাড় কেটে পরিচ্ছন্ন করেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এএ