ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গতকাল শব্দদূষণ, বায়ুদূষণ ও পলিথিনবিরোধী অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। যশোর, ঢাকা মহানগরের চকবাজার এবং শান্তিনগর এলাকায় তিনটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সাতটি মামলায় জরিমানা করা হয় ১ লাখ ১ হাজার টাকা। এ ছাড়া উচ্চ শব্দে হর্ন বাজানো, যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমন ও রাস্তায় নির্মাণসামগ্রী রেখে বায়ুদূষণ করার অভিযোগে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নের জন্য দেশের বিভিন্ন স্থানে একযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। যশোর ও ঢাকা মহানগরে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ ছাড়া কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকার কেরানীগঞ্জ এলাকায় শব্দদূষণের বিরুদ্ধে ছয়টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা ও ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ ছাড়া পঞ্চগড় এবং ঢাকার বনশ্রী ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে নির্মাণসামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ৩১ হাজার টাকা জরিমানা আদায় ও মালিককে সতর্ক করা হয়।